ভিডিও সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

নাটোরে বাসের ধাক্কায় নিহত ৩

নাটোরে বাসের ধাক্কায় নিহত ৩, প্রতীকী ছবি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি মোড় এলাকায় আজ সোমবার (৬ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ৩ যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আনসার আলী (৬০), লালপুর উপজেলার ধলা গ্রামের মৃত ইয়াদ আলী সরকারের ছেলে অটোরিকশার চালক মুনসুর আলী (৬২) ও মোঃ নওফেল উদ্দিনের ছেলে দশম শ্রেণির ছাত্র নয়ন হোসেন (১৯)।

আহতরা হলেন- দুর্ঘটনায় নিহত আনসার আলীর স্ত্রী মনোয়ারা খাতুন (৫০) এবং দুই ছেলে মোঃ রানা (৩০) ও  মোঃ রাসেল (৩০)। তার মধ্যে মনোয়ারা খাতুন ও ছেলে রানাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, দুপুরে কুষ্টিয়াগামী কল্পনা পরিবহন নামক যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫-৪৫১৪) মহাসড়কের গুনাইহাটি এলাকায় পৌঁছালে একই দিকে যাওয়া একটি অটোরিকশা অসাবধানতাবশতঃ টার্ন নিতে গিয়ে বাসের নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং তিনজন আহত হন।

বনপাড়া হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মোরশেদ আলম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার পানি হু হু করে বাড়ছে 

সিরাজগঞ্জের উল্লাাপাড়ার করতোয়া নদীতে বাইচালদের সংঘর্ষে আহত ১৭

বগুড়ার ধুনটে কৃষি উদ্যোক্তার বাগানের ফলদ গাছ কেটে ক্ষতি

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মানববন্ধন

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর ইজারা আদায়কে কেন্দ্র করে ব্যাপক গুলিবর্ষণ, ২ জন গুলিবিদ্ধ 

মহাস্থান বাজার সড়কে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পথচারীরা