ভিডিও মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় শাড়ি ও ফুচকা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় শাড়ি ও ফুচকা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় এক কোটি টাকার ভারতীয় শাড়ি ও ৪৭ লাখ টাকার ফুচকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল রবিবার ( ০৫ অক্টোবর ) গভীর রাত থেকে আজ সোমবার (৬ অক্টোবর) ভোর পর্যন্ত জেলার কসবা ও বিজয়নগর উপজেলায় এসব অভিযান পরিচালিত হয়। এছাড়া আখাউড়া উপজেলায় আরও কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান জানান, সোমবার ভোরে কসবা উপজেলার সীমান্তের ২০৩৯/এম পিলারের কাছে অভিযান চালিয়ে এক হাজার ৯৩ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এসব শাড়ির আনুমানিক মূল্য প্রায় এক কোটি তিন লাখ তিরাশি হাজার টাকা। জব্দকৃত শাড়িগুলো শুল্ক গোদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন

অন্যদিকে, বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ বলেন, রাত পৌনে তিনটার দিকে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে সাত হাজার ৮৩০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ছিয়াল্লিশ লাখ আটানব্বই হাজার টাকা। জব্দকৃত এসব পণ্যও শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন।

এছাড়া সোমবার সকালে আখাউড়া উপজেলার আজমপুর এলাকা থেকে ৩৪ কেজি গাঁজা ও ১০২ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এসব মাদকও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার পানি হু হু করে বাড়ছে 

সিরাজগঞ্জের উল্লাাপাড়ার করতোয়া নদীতে বাইচালদের সংঘর্ষে আহত ১৭

বগুড়ার ধুনটে কৃষি উদ্যোক্তার বাগানের ফলদ গাছ কেটে ক্ষতি

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মানববন্ধন

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর ইজারা আদায়কে কেন্দ্র করে ব্যাপক গুলিবর্ষণ, ২ জন গুলিবিদ্ধ 

মহাস্থান বাজার সড়কে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পথচারীরা