৭ বছর পর বিদেশের মাটিতে পা রাখতে যাচ্ছে বাংলাদেশি স্কেটাররা

দীর্ঘ সাত বছর পর বিদেশের মাটিতে টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশের স্কেটাররা। আগামী বুধবার (৮ অক্টোবর) চীনের উদ্দেশ্যে উড়াল দেবে তারা। চিনের জিংঝিয়ান রাজ্যে কারা মেতে ১০ থেকে ১৩ অক্টোবর হবে বেল্ট এন্ড রোড নামের চায়না আসিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট। ২০০ ও ৫০০ মিটার স্পিড এবং ১০০০ মিটার স্প্রিন্টে ৭ জন স্কেটার খেলবেন ৫টি ইভেন্টে।
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন কমপ্লেক্সে আজ অনুশীলন ও ফটোসেশন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, দুই সহ-সভাপতি প্রকৌশলী এ এইচ এম মহিউদ্দিন ও জাভেদ। এছাড়াও দুই কোচ আশরাফুল আলম মাসুম ও আসিফ ইকবাল ও উপস্থিত ছিলেন।
আরও পড়ুনমন্তব্য করুন