বগুড়ার তালোড়ায় ডাকাতি স্বর্ণালঙ্কারসহ আরও একজন গ্রেফতার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার তালোড়া দেবখন্ড গ্রামে ব্যবসায়ী জাহিদুল ইসলাম ফারুকের বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে রেজাউল করিম (৪২) নামে আরো একজনকে স্বর্ণালঙ্কারসহ গ্রেফতার করেছে। সে শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আব্দুল জলিল প্রামাণিকের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার তালোড়ার দেবখন্ড মধ্যপাড়া গ্রামের মৃত হাজী ময়েজ উদ্দিন শেখের ছেলে ব্যবসায়ী জাহিদুল ইসলাম ফারুকের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত রিমান্ডে থাকা দুই আসামির স্বীকারোক্তি অনুযায়ী গতকাল রোববার রাতে শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে রেজাউলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে লুট করা দুই ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
আরও পড়ুনউল্লেখ্য, গত বুধবার দিবাগত রাতে তালোড়া দেবখন্ড গ্রামের জাহিদুল ইসলাম ফারুকের বাড়িতে ডাকাতি হয়। পুলিশ শুক্রবার রাতে ডাকাতির অভিযোগে মিনহাজ সাখিদার (২৬) ও ইমরান হোসেনকে (৩৮) গ্রেফতার করে। তারা দুইজন বর্তমানে রিমান্ডে রয়েছে। থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি রেজাউল করিমকে ১০ দিনের রিমান্ডের আবেদনসহ গতকাল সোমবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন