আজ সেলেনা গোমেজের বিয়ে

বিনোদন ডেস্কঃ হলিউড সুপারস্টার সেলেনা গোমেজ ও গায়ক বেনি ব্লাঙ্কো আজ (২৭ সেপ্টেম্বর) বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। ইতিমধ্যে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা কাউন্টির মন্টেসিটোতে তাদের বিয়ের জমকালো প্রস্তুতি শেষ হয়েছে। অন্তরঙ্গ পরিবেশে আয়োজিত হচ্ছে এই তারকা যুগলের বিশেষ দিন, যেখানে উপস্থিত থাকবেন প্রায় ১৭০ জন অতিথি, যার মধ্যে রয়েছেন একাধিক এ-লিস্ট তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, একটি সাদা লাক্সারি টেন্ট ঘিরে সাজানো হয়েছে বিয়ের ভেন্যু, যার চারপাশে রয়েছে তালগাছ ও সাজানো আউটডোর লাউঞ্জ। থাকবে ককটেল কর্নার এবং গৌরমেট খাবারের আলাদা আয়োজন।
আরও পড়ুন
পুরো বিয়ের পরিকল্পনা করছেন হলিউডের জনপ্রিয় ওয়েডিং প্ল্যানার মিন্ডি ওয়েইস।
মন্তব্য করুন