ভিডিও শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

নতুন পরিচয়ে চলচ্চিত্রে ফিরছেন পপি

নতুন পরিচয়ে চলচ্চিত্রে ফিরছেন পপি

‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় প্রথম অভিনয় করলেও সাদিকা পারভীন পপিকে মানুষ চিনেছে ‘কুলি’ সিনেমা দিয়ে। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। নব্বই দশক থকে একটানা কাজ করেছেন। ২০২০ সালে সর্বশেষ তিনি ‘ডাইরেক্ট অ্যাকশন’ নামের একটি সিনেমার শুটিং করেন। এরপর একেবারে আড়ালে চলে যান পপি। 

এই অভিনেত্রী জানালেন, শিগগিরই তিনি আবার সিনেমায় ফিরবেন। তবে অভিনয়ে না, তাকে পাওয়া যাবে  প্রযোজক হিসেবে।

পপি বললেন, ‘অভিনয়ে ফিরব না, এটা পুরোপুরি নিশ্চিত। তবে পুরোনো কয়েকটি কাজ আছে, সেগুলো শেষ করব। এরপর আমি নিজের মতো করে ফিরব। সিদ্ধান্ত নিয়েছি সিনেমা প্রযোজনা করব। অবশ্য আমি আগেও এটা করেছি। আমার কাছে মনে হয়, ভালো গল্পের ছবির সঙ্গে যুক্ত থাকতে পারলে বেশি ভালো লাগবে।’

আরও পড়ুন

 

পপি জানালেন, অভিনয়ের পাশাপাশি একটা সময়ে এসে তিনি ছবি প্রযোজনাও করেছিলেন। পপি প্রযোজিত ছবিটি পরিচালনা করেন মনোয়ার খোকন। এই ছবির প্রযোজনা করতে সেই সময়ে ২০ লাখ লোকসান গুনেছিলেন।

এই অভিনেত্রী বলেন, “দীর্ঘ অভিনয়জীবনে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে। ফিল্মের লাইনটা আমার পুরোপুরি জানা। আশা করি, এখন প্রযোজনা করলে ভালো করব। তাই এমন সিদ্ধান্ত নেওয়া। আর অভিনয়ের শুরুর দিক থেকে প্রযোজনার দিকে আমার আগ্রহটা ছিল বেশি। ‘কিডন্যাপ’ ছাড়া ‘জীবন মানেই যুদ্ধ’সহ আরও দুটি ছবির প্রযোজনা করেছি। তাই সিনেমায় ফিরব যখন, প্রযোজক হয়েই ফেরার ইচ্ছা।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঢাবি ক্যাম্পাসে ভবঘুরে উচ্ছেদ অভিযান: ইয়াবাসহ কিশোর আটক, অস্ত্র উদ্ধার

শাহরুখপুত্রের বিরুদ্ধে মামলা খারিজ

বগুড়ায় বেড়েছে কুকুরের তুলনায় বিড়াল কামড়ানো রোগীর সংখ্যা

টাইব্রেকারে ভারতের কাছে হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু