মাদারীপুরে ৯ বস্তা গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রাম থেকে ৯ বস্তায় ২০০ কেজির উপরে গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা ও সদর থানা পুলিশ। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য অর্ধ-কোটি টাকা।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে মাদারীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামের মৃত মতলেব দর্জির ছেলে নান্নু দর্জি (৪২) ও একই এলাকার মৃত ধলু দর্জির ছেলে নুরু দর্জি (৪১)।
আরও পড়ুনসংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামে নান্নু দর্জির বাড়িতে অভিযান পরিচালনা করে জেলা পুলিশের গোয়েন্দা ও সদর থানা পুলিশ। এ সময় নান্নু দর্জির বাড়ি থেকে একে একে ৯ বস্তা গাঁজা উদ্ধার করা হয়। এসব বস্তা থেকে প্রায় ২০০ কেজি গাঁজা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য অর্ধ-কোটি টাকা। প্রাথমিকভাবে আসামিরা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এসব গাঁজা ভারত থেকে সংগ্রহ করেছে বলে জানিয়েছেন। আসামিদের বিরুদ্ধে সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া নান্নু দর্জির বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ৯টি মামলা ও নুরু দর্জির বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। এরা দীর্ঘ দিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। দুর্গাপূজা উপলক্ষে গাঁজার বিপুল পরিমাণের চালনাটি তারা সংগ্রহ করে। আগামীতেও মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন