রংপুরের কাউনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে রাজিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (১৩ জুলাই) উপজেলার বালাপাড়া ইউনিয়নের গোপিডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে। রাজিয়া বালাপাড়া ইউনিয়নের গোপিডাঙ্গা গ্রামের ওমর আলীর মেয়ে।
কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিবুর রহমান জানান, রাজিয়ার মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। সে গ্রামে তার বাবা ও দাদির কাছে থাকতো। আজ রোববার (১৩ জুলাই) বেলা ১১টায় পরিবারের অগোচরে বাড়ির বাইরে বের হয়ে পুকুরে পড়ে গিয়ে ডুবে যায় রাজিয়া।
আরও পড়ুনএসময় বাড়িতে কেউ ছিল না। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরে স্থানীয় এক ব্যক্তি পুকুরে শিশুটির দেহ ভাসতে দেখলে স্বজনরা গিয়ে মরদেহ উদ্ধার করে। কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিবুর রহমান বলেন, এ ঘটনায় কাউনিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন