ভিডিও শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

মিথ্যা অপবাদ, মানহানির মামলা করবেন শিল্পা শেঠি

মিথ্যা অপবাদ, মানহানির মামলা করবেন শিল্পা শেঠি

স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি টাকার বেশি আর্থিক প্রতারণার অভিযোগের সঙ্গে নিজের নাম জড়ানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। তিনি মিথ্যা তথ্য ও মানহানিকর সংবাদ ছড়ানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।

সম্প্রতি রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগকারী দাবি করেছেন, এই টাকা চারজন নায়িকার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, যার মধ্যে শিল্পা শেঠি, বিপাশা বসু ও নেহা ধুপিয়ার নাম রয়েছে।

তবে এই বিতর্কে শিল্পা শেঠির আইনজীবী এই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘আমার মক্কেল দশ বছর আগে কোনো ১৫ কোটি টাকা লেনদেন করেননি। যারা এই ধরনের ভুল তথ্য প্রচার করছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি পদক্ষেপ নেব।’

আরও পড়ুন

আইনজীবী আরও বলেন, ‘কোন উৎস থেকে এই ধরনের ভুল খবর ছড়ানো হচ্ছে, আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি। যে সব সংবাদমাধ্যম ভুল তথ্য দিয়ে আমার মক্কেলের মানহানি করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আমরা ফৌজদারি মামলা করতে বাধ্য হব। যেহেতু মামলাটি বিচারাধীন, তাই এর বেশি কিছু বলা সম্ভব নয়।’

এদিকে, ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ প্রসঙ্গে রাজ কুন্দ্রা বলেছেন, ‘আমি বলব আর একটু অপেক্ষা করুন। আমরা এই জীবনে কোনো ভুল কাজ করিনি এবং করবও না। সত্যিটা খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পরিচয়ে চলচ্চিত্রে ফিরছেন পপি

সিরাজগঞ্জে কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রির দায়ে কসাইয়ের কারাদণ্ড

মাদারীপুরে ৯ বস্তা গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিলে ডুবে কৃষকের মৃত্যু

আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতায় বসান, ক্ষমতাচ্যুত করেন : ধর্ম উপদেষ্টা

ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না: সালাহউদ্দিন আহমদ