ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

সিনেমায় আগ্রহী প্রিয়াঙ্কা চৌধুরী, তবে

প্রিয়াঙ্কা চৌধুরী

অভি মঈনুদ্দীন ঃ প্রিয়াঙ্কা চৌধুরী, ‘বর্ষা সুন্দরী অপরূপা’ চ্যাম্পিয়ন। গত এপ্রিলে তিনি চ্যাম্পিয়নের এই খেতাব লাভ করেন। এরপর থেকে একটু একটু করে মিডিয়াতে নিজের কাজের ব্যস্ততা বাড়িয়েছেন। বিশেষত বিজ্ঞাপনে মডেল হিসেবে তার কাজের ব্যস্ততা বেড়েছে অনেক। একের পর এক তিনি বেশ ভালো ভালো প্রোডাক্টের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।

এরইমধ্যে তিনি শাকিব আল হাসানের সঙ্গে এসএমসি ড্রিংক ওয়াটারের বিজ্ঞাপনে তাকে নিয়মিত দেখা যাচ্ছে হাসান তৌফিক অঙ্কুরের নির্দেশনায়। এছাড়াও একই পরিচালকের নির্দেশনায় প্রিয়াঙ্কাকে দেখা গেছে রূপচাঁদা তেল, ফ্রেস চিনি’র বিজ্ঞাপনে।

এছাড়াও মাসুদ জাকারিয়া সাবিনের নির্দেশনায় ভিশন রাইস কুকার, প্রাণ সচ, লিচি ড্রিংক, মিস্টার নুডুলস-এর বিজ্ঞাপনেও দেশের প্রায় সবগুলো টিভি চ্যানেলে তাকে নিয়মিত দেখা যাচ্ছে। এসব বিজ্ঞাপনে কাজ করে বেশ সাড়া পাচ্ছেন প্রিয়াঙ্কা চৌধুরী। এই সময়ে একটি নাটকের একটি দৃশ্য প্রায়ই দেখা মিলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের নন্দিত জনপ্রিয় অভিনেতা অপূব’র সঙ্গে সেই নাটকের দৃশ্য অনেক দর্শকের হৃদয়ে দাগ কেটে আছে।

আরও পড়ুন

দীপ্ত টিভিতে প্রচারিত ‘একটি ভুল ও ফুলের গল্প’ নাটকের দৃশ্য এটি। নাটকের ১৮ মিনিটের শুরুর এই দৃশ্যটির জন্যই অপূর্ব’র সঙ্গে অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন প্রিয়াঙ্কা চৌধুরী। নাটকটি ২২ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে অপূব’র সঙ্গে প্রিয়াঙ্কার এই দৃশ্যটি কোটি ভিউয়ার্সেরও বেশি উপভোগ করেছেন। এরইমধ্যে প্রিয়াঙ্কা ‘সেলিব্রিটি চয়েস ক্যাম্পেইন ফেস’-এ অংশ নিয়েছেন। ব্র্যাণ্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন মেগা ডিলস লিমিটেড কোম্পানীর। ডায়মণ্ড হাউজ পূজা ক্যাম্পেইন ফেস’এরও কাজ করেছেন তিনি। প্রিয়াঙ্কা অল্প কিছুদিনের মধ্যেই একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হতে যাচ্ছেন। প্রিয়াঙ্কার প্রবল ইচ্ছে ভালো গল্পের নাটকে কিংবা সিনেমাতে অভিনয় করার। তবে আপাতত ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করে নিজেকে একটু তৈরী করে নিতে চান। এরপর সিনেমার দুনিয়ায় পা রাখতে চান তিনি।

প্রিয়াঙ্কা চৌধুরী বলেন,‘ বর্ষা সুন্দরী অপরূপা হিসেবে মিডিয়াতে এই কয়েক মাস আগেই আমার জীবনের একটা অন্যরকম যাত্রা শুরু হয়েছে। একটু একটু করে কাজের ব্যস্ততা বাড়ছে। আমি আমাদের ইণ্ডাষ্ট্রির অনেক শিল্পীর অভিনয় উপভোগ করেছি। তাদের অভিনয় দেখেই নিজের ভেতর স্বপ্ন বাসা বাঁধে যে আমাকেও একদিন এমন সুঅভিনেত্রী হতে হবে। সেই থেকে মিডিয়ার পথে আমার এগিয়ে চলা। আমার বিশ্বাস ভালো গল্প পেলে নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করতে পারবো। সিনেমায় আগ্রহ আছে। তবে আপাতত কিছু ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করতে চাই।’ ১০ জুন জন্ম নেয়া প্রিয়ঙ্কার স্বপ্ন পূরণ হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে ডা. আমিরুলকে নিজ হাসপাতালের কক্ষে গলা কেটে হত্যা, আটক ৪

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের কবর পাকাকরণের কাজ শুরু

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর বটির কোপে শ্বশুর নিহত

সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে, বেড়িবাঁধে ধস

এক বছর যাবত অনুপস্থিত থেকেও বেতন-ভাতা তুলছেন সহকারী শিক্ষক

কুড়িগ্রামের উলিপুরে শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা