ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

আমার কারণেই গোবিন্দ সুপারস্টার : স্ত্রী সুনীতা

আমার কারণেই গোবিন্দ সুপারস্টার : স্ত্রী সুনীতা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বেশ কয়েকমাস ধরেই আলোচনায় বলিউড তারকা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা। গোবিন্দ ও সুনীতার দাম্পত্যে নাকি ভাঙন ধরেছে! এমন গুঞ্জন রটেছিল। তবে সেই খবরকে ভুয়া বলে দাবি করেন সুনীতা। জানান, গোবিন্দর সঙ্গে তার সম্পর্ক অটুট।

কোনও তৃতীয় ব্যক্তি কিংবা অন্য কোনো কারণে কখনোই গোবিন্দকে ছেড়ে যাবেন না তিনি। এর কয়েকমাস না যেতেই ফের সেই গুঞ্জনে ভারী বলিউড। এবারও জানা যাচ্ছে, বাস্তবে দুজনের বিচ্ছেদের কোনো সম্ভাবনা নেই। গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজা গণেশ চতুর্থীতে স্পষ্ট করে দিয়েছেন যে, তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে যে চর্চা চলছে, তা পুরোপুরি গুজব। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিচ্ছেদের প্রসঙ্গে স্পষ্ট জবাব দেন সুনীতা। এমনকী নিজেকে গোবিন্দর ‘লেডি লাক’ বলেও অভিহিত করেন তিনি। সুনীতা বলেছেন যে গোবিন্দর ছবি তার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই চলতে শুরু করেছিল।

ইট ট্রাভেল রিপিট-এর সঙ্গে কথোপকথনে সুনীতা জানান, যখন কোনও নারী যখন আপনার বাড়িতে আসেন, তখন তিনি তার সঙ্গে মা লক্ষ্মীকে নিয়ে আসেন। সুনীতা নিজেকে গোবিন্দর ভাগ্য বলে মনে করেন। নিজেকে গোবিন্দর গুডলাক মনে করে তিনি এই সাক্ষাৎকারে বলেন, ‘আমার শাশুড়ি (গোবিন্দর মা) মনে করতেন যে, আমি আসায় গোবিন্দর ভাগ্য খুলবে এবং আমার মনে হয় তিনি একেবারেই ঠিক ছিলেন। গোবিন্দ বিকম ফাইনাল ইয়ারে পড়তেন যখন আমাদের কথা হয়, বাগদান হয় এবং তারপর গোবিন্দ সুপারস্টার হন।’ সুনীতা আরো বলেন, ‘গোবিন্দ তার সংগ্রামের দিনগুলিতে আমার বোনের বাড়িতে থাকতেন। তিনি প্রায় তিন বছর সেখানে ছিলেন এবং সেই সময় আমি স্কুলে পড়তাম।

আরও পড়ুন

আমার ব্রাদার-ইন-ল একবার আমাকে বলেছিলেন যে একটা ছেলে আসছে। তোমাকে তাকে ইমপ্রেস করার চেষ্টা করতে হবে। আমি শুনেছিলাম যে গোবিন্দ মেয়েদের খুব একটা পছন্দ করেন না, তাই আমি সেই চ্যালেঞ্জটি গ্রহণ করেছিলাম। এবং আমি তাকে ইমপ্রেস করতে সক্ষম হয়েছিলাম।’ সুনীতা আরও জানান, এরপর গোবিন্দ ধীরে ধীরে তাকে পছন্দ করতে শুরু করেন। চ্যালেঞ্জ হিসেবে শুরু হওয়া সম্পর্ক ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। অবশেষে তাদের বিয়ে হয় এবং আজ তিনি গর্বের সঙ্গে বলতে পারেন যে তিনি খুব খুশি। অভিনেত্রী এটাও জানিয়েছেন যে তিনি গোবিন্দর পাশে ভালো-মন্দ সমস্ত সময়ে দাঁড়িয়ে ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে এনসিপির শুভেচ্ছা বিনিময়

সিরাজগঞ্জে সাড়ে ১০ টন সরকারি চালসহ যুবক আটক

দুদক’র মামলায় ডাঃ ফিরোজ মাহমুদ ইকবালসহ ৩ জন খালাস পেলেন

গাছের মগডাল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেদারল্যান্ডসকে ১০৩ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

নাটোর চিনিকলে এবার আখ রোপণের লক্ষ্যমাত্রা ৮ হাজার ৫শ’ একর