ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জে সাড়ে ১০ টন সরকারি চালসহ যুবক আটক

সিরাজগঞ্জে সাড়ে ১০ টন সরকারি চালসহ যুবক আটক

সিরাজগঞ্জ ও বেলকুচি প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. আশরাফ আলীর বাড়ির গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ হাজার ৬শ’ কেজি চাল উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় যুবদল নেতার ভাই ইব্রাহিমকে আটক করা হয়ছে।

গতকাল রোববার বিকেলে বেলকুচি পৌর এলাকার গাড়ামাসি বাঁশতলায় এ অভিযান চালানো হয়। আটক ইব্রাহিম বাঁশতলা এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে। বেলকুচি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনোয়ার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বেলকুচি উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের কাছ থেকে চাল কিনে গুদামজাত করেন যুবদল নেতা আশরাফ আলী। গোয়েন্দা সংস্থার দেওয়া এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় ওই গুদাম থেকে ৫০ কেজির ২শ’ বস্তা ও ৩০ কেজির ২০ বস্তা চাল জব্দ করা হয়। ঘটনার সাথে জড়িত ইব্রাহিমকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান বলেন, যৌথবাহিনী খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টন ৬শ’ কেজি চাল জব্দ করেছে। ঘটনার সাথে জড়িত একজনকে আটকও করা হয়েছে। বেলকুচি উপজেলার পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলাম আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে একজনকে আটক করার বিষয়ে নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে, বেড়িবাঁধে ধস

এক বছর যাবত অনুপস্থিত থেকেও বেতন-ভাতা তুলছেন সহকারী শিক্ষক

কুড়িগ্রামের উলিপুরে শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নাটোরের বাগাতিপাড়ায় নকল মনমোহন বিড়ি কারখানায় অভিযান দুই যুবক আটক

নওগাঁর রাণীনগরে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

বগুড়ার সোনাতলায় তিন লাখ মানুষের স্বাস্থ্যসেবায় চারজন চিকিৎসক