ভিডিও মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁর রাণীনগরে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নওগাঁর রাণীনগরে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার। প্রতীকী ছবি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে পিকনিকের নৌকা থেকে নদীতে পরে নিখোঁজের প্রায় ২১ ঘন্টা পর মাম্পী হোসেন (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার নওগাঁর ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া নামক স্থানে লাশটি উদ্ধার করা হয়। মৃত মাম্পি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বসন্তপুর গ্রামের মাজেদুল ইসলামের ছেলে।

জানা যায়, গত শনিবার সকালে নিহত মাম্পিসহ প্রায় ৪০ জনের একটি পিকনিক পার্টির দল নওগাঁর বদলগাছী থেকে নৌকাযোগে নাটোরের চলন বিল ও পাটুল এলাকায় পিকনিকে যায়। গতকাল রোববার দুপুরে পিকনিক শেষে আবারও তারা একযোগে নৌকায় চরে নিজ বাড়ি বদলগাছী উপজেলার বাসন্তপুর গ্রামে ফিরছিলো।

নৌকা চলমান অবস্থায় বিকেলের দিকে নওগাঁ ছোট যমুনা নদীর রাণীনগর উপজেলার কৃষ্ণপুর সরদারপাড়া বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে হঠাৎ করে নৌকা থেকে মাম্পি নদীতে পড়ে নিখোঁজ হন। সাথে সাথে তার সঙ্গীরা এবং এলাকাবাসী নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে।

আরও পড়ুন

রাণীনগর ফায়ার সার্ভিসে অভিযানে ব্যর্থ হলে রাজশাহী ফায়ার সার্ভিস ডুবুরি দলকে তলব করা হয়। তারা এসে নদীতে অভিযান চালিয়ে আজ সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মরদেহ উদ্ধার করে। রাণীনগর থানার এসআই জুলফিকার আলী জানান, এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে ডা. আমিরুলকে নিজ হাসপাতালের কক্ষে গলা কেটে হত্যা, আটক ৪

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের কবর পাকাকরণের কাজ শুরু

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর বটির কোপে শ্বশুর নিহত

সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে, বেড়িবাঁধে ধস

এক বছর যাবত অনুপস্থিত থেকেও বেতন-ভাতা তুলছেন সহকারী শিক্ষক

কুড়িগ্রামের উলিপুরে শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা