ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

কিংবদন্তীদের মাঝে দাঁড়িয়ে আবেগাপ্লুত প্রিয়াঙ্কা জামান

কিংবদন্তীদের মাঝে দাঁড়িয়ে আবেগাপ্লুত প্রিয়াঙ্কা জামান

অভি মঈনুদ্দীন ঃ প্রিয়াঙ্কা জামান, এই প্রজন্মের দর্শকপ্রিয় একজন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী। বিশেষ করে মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে তিনি বেশ সুনাম কুঁড়িয়েছেন। ছোটবেলা থেকেই প্রিয়াঙ্কা ফ্যাশন ওয়ার্ল্ড, সঙ্গীতাঙ্গন ও সিনেমা অঙ্গন নিয়ে ভীষণ কৌতুহলী ছিলেন।

প্রিয়াঙ্কার বাবা ভীষণ ভালো গানও গাইতেন। যে কারণে সংস্কৃতি অঙ্গনের প্রতি তার আগ্রহবোধটা ছোট বেলা থেকেই। যেখানে এই প্রজন্মের অনেক শিল্পী সিনিয়র শিল্পীদের সম্পর্কে খ্ধুসঢ়;উব বেশি অবগত নন। সেখানে প্রিয়াঙ্কা জামান সিনিয়র শিল্পীদের সম্পর্কে শতভাগ অবগত আছেন। প্রিয়াঙ্কা জামান শুধু নিজের কাজটা নিয়েই যে সিরিয়াস এমনটা নয়। এই দেশের সিনেমার, গানের, নাটকের, ফ্যাশনের, নাচের অতীত ইতিহাস নিয়েও তিনি বেশ আগ্রহ থেকেই প্রতিনিয়ত নানানভাবে জানার চেষ্টা করেন।

এরইমধ্যে প্রিয়াঙ্কা জামান গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচার ‘কঁচিকাচার মেলা’ মিলনায়তনে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই এই প্রজন্মের সেরা মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী হিসেবে সম্মাননা লাভ করেন। প্রিয়াঙ্কা এর আগেও আরো বিভিন্ন সংগঠন থেকে ও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। তবে এবার সম্মাননা লাভের পরের মুহুর্তটি নিয়েই যেন তিনি বেশি আবেগাপ্লুত। অনুষ্ঠানের অতিথিদের কাছ থেকে সম্মাননা লাভের পর তিনি এই দেশের সংস্কৃতি অঙ্গনের কিংবদন্তীদের পাশে দাঁিড়য়ে ছবি তোলার সময়টাতেই যেন তিনি ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। সম্মাননা গ্রহন শেষে তিনি বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী খুরশীদ আলম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশী ফ্যাশন মডেল এবং নকশাকার বিবি রাসেল, কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক, কাহিনীকার দেলোয়ার জাহান ঝন্টু ও কিংবদন্তী সঙ্গীতশিল্পী রফিকুল আলম’সহ গুনী অভিনেতা আব্দুল আজিজের সঙ্গে কিছুটা সময় দাঁিড়য়ে ফটোসেশনে অংশগ্রহন করেছিলেন। আর এই মুহুর্তটিই যেন তার জীবনের এক অন্যতম স্মরনীয় মুহুর্ত হিসেবেই স্থান করে নিয়েছে।

আরও পড়ুন

প্রিয়াঙ্কা জামান বলেন,‘ আব্বুর কাছে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গন সম্পর্কে আমি অনেক কিছু অবগত হয়েছি। আব্বুর কাছ থেকেই শ্রদ্ধেয় খুরশীদ আলম, বিবি রাসেল, দেলোয়ার জাহান ঝন্টু, রফিকুল আলম সম্পর্কে আমার জানা। তারপর নিজে যখন এখানে কাজ করা শুরু করেছি তখন তাদের সম্পর্কে আমি আরো বিষদ জেনেছি। আমি কখনো কোনোদিন কল্পনাও করিনি যে তাদের হাত থেকে সম্মাননা গ্রহন করবো কিংবা তাদের মাঝ খানেই আমি মঞ্চে দাঁড়িয়ে থাকবো, আর ক্যামেরার ফ্রেমে বন্দী হবো। আমার এখনো বিশ্বাস হচ্ছেনা এমন একটি মুহুর্ত আমার জীবনে এসেছিলো। যাদের সঙ্গে মঞ্চে দাঁড়িয়েছিলাম তাদের প্রতি অসীম শ্রদ্ধা, ভালোবাসা। অনুষ্ঠান আয়োজকদের প্রতি আন্তরিক ভালোবাসা রইলো।’

এদিকে চলতি মাসে আরো তিনটি নাটকের কাজ শিগগিরই শুরু করবেন প্রিয়াঙ্কা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন থেকে দেশে ফিরেই নুরের খোঁজ নিতে ঢামেকে নাহিদ-সারজিস

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে অচেনা প্রাণির আক্রমণে ১১ জন আহত

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য- মাহমুদা হাবিবা

বগুড়ার সোনাতলা থানার ওসি প্রত্যাহার