ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

রহস্যঘেরা পোস্ট ঐন্দ্রিলার!

রহস্যঘেরা পোস্ট ঐন্দ্রিলার!, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী ঐন্দ্রিলা সেন নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। রিয়্যালিটি শো-এর মাধ্যমে ফিরে এসেছেন ছোট পর্দায়। ব্যস্ততার মাঝেও কি বিষণ্ণতা গ্রাস করছে তাকে?  অভিনেত্রীর সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরি দেখে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের অনেকেই তেমনটা মনে করছেন। স্টোরিতে ইংরেজিতে একটি উদ্ধৃতি শেয়ার করেছেন ঐন্দ্রিলা সেন। 

বাংলায় যার অর্থ, ‘যে মেয়েটি বলে সব কিছুই কোনও না কোনও কারণে ঘটে, তার আড়ালে লুকিয়ে থাকে আরেক মেয়ে, যে বুঝতেই পারে না-সে কী এমন ভুল করেছিল যে এত যন্ত্রণা আর বিষাদ তার প্রাপ্য হল।’ কেন হঠাৎ যন্ত্রণা আর বিষাদের কথা? তবে কউ সকলের আড়ালে কষ্টে রয়েছেন অঙ্কুশ হাজরার প্রেমিকা? তার ব্যাখ্যা যদিও দেননি ঐন্দ্রিলা।

আরও পড়ুন

অন্য দিকে, অঙ্কুশকে নিয়েও শুরু নতুন জটিলতা। বেআইনি বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকায় আইনি জটে জড়ালেন অঙ্কুশ। ওই বেটিং অ্যাপের প্রচারের জন্যই নাকি তিনি বিপাকে। ১৬ সেপ্টেম্বর ইডিতে হাজিরা দিতে বলা হয়েছে অঙ্কুশকে। এই বিষয়ে অভিনেতা কিছু জানাননি।

প্রসঙ্গত, এক দশকেরও বেশি সময় ধরে প্রেম করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। জুটি বেঁধে করেছেন একাধিক ছবিও। মুক্তি পেতে চলেছে ‘নারী চরিত্র বেজায় জটিল’। অঙ্কুশ এবং ঐন্দ্রিলা অভিনীত বড় পর্দায় আসবে আগামী বছরের সরস্বতী পূজায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে অচেনা প্রাণির আক্রমণে ১১ জন আহত

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য- মাহমুদা হাবিবা

বগুড়ার সোনাতলা থানার ওসি প্রত্যাহার

নওগাঁর মান্দায় বৃদ্ধ তফের মণ্ডলের পাশে বিএনপি নেতা