ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা গ্রেফতার

বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জেবুন্নেছা আফরোজ

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জেবুন্নেছা আফরোজ গ্রেফতার হয়েছেন। শুক্রবার (১৭ মে) ভোরে ঢাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।

আজ শনিবার ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সাবেক এম‌পি জেবুন্নেছা তাদের হেফাজতে আছেন। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।’

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘জেবুন্নেছা আটক হয়েছেন শুনেছি। তবে আমাদের এখনো জানানো হয়নি।’

আরও পড়ুন

জেবুন্নেছা আফরোজ বরিশাল সিটির সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের স্ত্রী। ২০১৪ সালে এপ্রিলে সংসদ সদস্য (এমপি) থাকাকালে হিরণ মৃত্যুবরণ করেন। পরে সেই আসনে তার স্ত্রী জেবুন্নেছা উপনির্বাচনে জয়ী হন।

৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়। ওই পরিবারের ঘনিষ্ট আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে জেবুন্নেছাকে ঢাকার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু

সাবেক এমপি জাফর আলম আরও ৭ দিনের রিমান্ডে

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালো ছেলে

সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুরে বই বিক্রির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের শ্রমিক নেতা আব্দুস সালামের মৃত্যু