ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাঁচপীর কবরস্থান থেকে গতকাল রোববার আট বছরের এক শিশুর লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসময় লাশের বিভিন্ন অংশ নমুনা হিসেবে সংগ্রহ করে তারা।

অভিযোগ সূত্রে জানা যায়, সপরিবারে কাজের জন্য নারায়ণগঞ্জে যায় সুরাতুনের পরিবার। সংসার জীবনে ১৩ বছরের মাথায় নেমে আসে কলহ-বিবাদ। স্বামী মুনিরুজ্জামান প্রায় সময় টাকার জন্য চাপ দিতো সুরাতুনকে। ২০২৪ সালের ৯ আগস্ট টাকার জন্য মারপিটও করে এবং বলে ‘টাকা না দিলে তোমাকে ও তোমার ছেলেকে মেরে ফেলবো।’ কথা বলার তিনদিনের মাথায় ১৩ আগস্ট বিছানার নিচে ৪০ হাজার টাকা নিয়ে শিশুপুত্র নয়নকে শ্বারোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লার সুজন ও নিহতের বাবাসহ আটজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ চিফ জুডিসয়িাল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা করেন সুরাতুন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন এবং লাশের বিভিন্ন অংশের নমুনা নিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে রাসায়নিক পরীক্ষাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

৩১ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলু বিন রহমানের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আদালতের নির্দেশে আমরা লাশের নমুনা সংগ্রহ করেছি। এটি রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হবে। রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

চীন থেকে দেশে ফিরেই নুরের খোঁজ নিতে ঢামেকে নাহিদ-সারজিস

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে অচেনা প্রাণির আক্রমণে ১১ জন আহত

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য- মাহমুদা হাবিবা