ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

ছিনতাইকারী রড দিয়ে পিটিয়েছে চালককে

বগুড়া শেরপুরে সন্ধ্যারাতে অটোরিকশা ছিনতাই

বগুড়া শেরপুরে সন্ধ্যারাতে অটোরিকশা ছিনতাই, ছবি: সংগৃহীত।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শেরপুরে এক অটোরিকশা চালককে রড দিয়ে পিটিয়ে রাস্তায় ফেলে রেখে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্লবার (২৯ শে জুলাই)  রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুবলী গ্রামে পরিত্যক্ত  ইটভাটায় এ ঘটনা ঘটে।

আহত চালকের নাম মোবারক হোসেন (৫০), সে উপজেলার বিশালপুর ইউনিয়নের পালাশন গ্রামের মৃত আহসানের ছেলে। মোবারক হোসেন জানান, পৌর শহরের খেজুরতলা থেকে একজন যাত্রী পুকুর দেখার কথা বলে মোবারক হোসেনের অটোরিকশা ভাড়া করে শুবলী ইটভাটায় নিয়ে যায়। নির্জন ইটভাটার ভিতরে পৌঁছার পর রড দিয়ে বেধড়ক মারধর করে অটোরিকশাটি ছিনিয়ে নেয়। এ সময় বরিতলী গ্রামের অপর এক অটোচালক ফিরোজ ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় আহত মোবারক হোসেনকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুন

পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেনা।  এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু 

নির্বাচন পরিকল্পনার সমালোচনা করলেই গ্রেপ্তার

বগুড়া সোনাতলায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 

 জাপান সফরে যাচ্ছেন ইসি সচিব আখতার

নওগাঁ ধামইরহাট সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশইন

ডি পলের অভিষেক ম্যাচে মেসির জোড়া অ্যাসিস্ট