সিনেমার এক গানের জনপ্রিয়তায় দুই দশক পার অনুপমা মুক্তির
_original_1756736452.jpg)
অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অত্যন্ত জনপ্রিয় একজন সঙ্গীতশিল্পী অনুপমা মুক্তি। সিনেমায় যেমন তার কন্ঠের কয়েকটি জনপ্রিয় গান রয়েছে ঠিক তেমনি রয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় আধুনিক গান। স্টেজ শো’গুলোতে মুক্তির কন্ঠে সাধারনত শ্রোতা দর্শকেরা পুরোনো দিনের বাংলা গান শুনতেই বেশি ভালোবাসেন। বাংলাদেশের রুনা লায়লা সাবিনা ইয়াসমিনের গান যেমন তিনি দারুণ গাইতে পারেন ঠিক তেমনি ভারতের লতা মুঙ্গেশকর, আশা ভোসলে, সন্ধ্যা মুখার্জি’সহ আরো বেশ কয়েকজন শিল্পীর গান তিনি এতো মিষ্টি করে গাইতে পারেন যে তার কন্ঠে এসব বরেণ্য শিল্পীর গান শুনতেই আয়োজকরা বারবার তাকে নিমন্ত্রণ করেন। অনুপমা মুক্তি’র ব্যক্তিত্ব এবং গানে গানে তার মিষ্টি কন্ঠ সবসময়ই শ্রোতা দর্শককে মুগ্ধ করে।
২০০৫ সালের জুলাই মাসে মুক্তি পেয়েছিলো কোহিনূর আক্তার সূচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ সিনেমাটি। এই সিনেমার বেশ জনপ্রিয় একটি গান হলো ‘তুমি সুতোয় বেধছো শাপলার ফুল না কী তোমার মন’। বাংলাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর সঙ্গে গাওয়া অনুপমা মুক্তির এই গানটিই তার সঙ্গীত জীবনের সবচেয়ে জনপ্রিয় গান। ‘অন্ধকারে চিতা’ সিনেমায় অনুপমা মুক্তি প্রথম প্লে-ব্যাক করেন। এরপর আরো ৬০-এরও অধিক সিনেমায় তিনি প্লে-ব্যাক করেন। তবে ‘তুমি সুঁতোয় বেধেছো শাপলার ফুল’ গানটিই সিনেমায় গাওয়া তার সবচেয়ে জনপ্রিয় গান। দেশে বিদেশে স্টেজ শো’গুলোতে যখনই তিনি গান গাইতে গিয়েছেন এই গান গাওয়ার অনুরোধ সবসময়ই ছিলো শ্রোতা দর্শকের।
অনুপমা মুক্তি বলেন,‘ হাজার বছর ধরে-সিনেমার এই গানটি আমার প্লে-ব্যাক জীবনের সবচেয়ে জনপ্রিয় গান। বলা যেতে পারে এই গান আমার সঙ্গীত জীবনের জন্য আশীর্বাদ ছিলো। দেখতে দেখতে এই একটি গানের জনপ্রিয়তা নিয়েই পেরিয়ে গেলো আমার সঙ্গীত জীবনের ২০ বছর। গান যে শ্রোতা দর্শকের মাঝে বছরের পর বছর যুগের পর যুগ বেঁচে থাকে আমি আমার নিজের এই গান দিয়েই প্রমাণ পেয়েছি। আমি কৃতজ্ঞ এই গানের গীতিকার শ্রদ্ধেয় মাজহারুল আনোয়ার চাচা, গানের সুরকার সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আমার সহশিল্পীর প্রতি। তারা কেউই আজ বেঁচে নেই। একদিন হয়তো আমিও থাকবো না। কিন্তু এই গান বেঁচে থাকবে। বিষয়টা ভাবলেই কেমন যেন শিহরিত হয়ে উঠি।’
আরও পড়ুনঅনুপমা মুক্তির প্রথম প্রকাশিত একক অ্যালবাম ‘ঝিনুকে মুক্তো’। গানে তিনি প্রশিক্ষণ নিয়েছেন ওস্তাদ ইয়াকুব আলী খান, মঙ্গল চন্দ্র মণ্ডল ও সুজিত মোস্তফার কাছে। আজ তিনি এনিগমা টিভিতে, আগামী ১১ সেপ্টেম্বর ঢাকা ক্লাবে সঙ্গীত পরিবেশন করবেন। একুশে টিভির ‘গানের ওপারে’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি বিগত এক বছর যাবত।
মন্তব্য করুন