ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

নেদারল্যান্ডসের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ ৯ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। তার আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হচ্ছে সিরিজের প্রথম ম্যাচ।

সিরিজ শুরুর আগে আলোচনায় উঠে এসেছে সিলেটের উইকেট। এর আগে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্সে উইকেট বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলো। তাই এবার ব্যাটারদের ফর্ম ও রান তোলার সামর্থ্য যাচাইয়ে উইকেট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স সিলেটের উইকেট ও কন্ডিশন নিয়ে বেশ সন্তুষ্ট। তিনি বলেন, ‘সিলেটের কন্ডিশন বিশ্বের যে কোনো জায়গার মতোই আদর্শ। এখানকার উইকেট, আবহাওয়া এবং অনুশীলনের সুযোগ সবই দারুণ। এখানকার অভিজ্ঞতা সবসময়ই ইতিবাচক।’

তিনি জানান, একাদশ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রথম ম্যাচের পরই পরবর্তী ম্যাচগুলোর জন্য পরিকল্পনা হবে। ডিউ ফ্যাক্টর নিয়েও আলোচনা হয়েছে, তবে উইকেট নিয়ে কারো সঙ্গে এখনো সরাসরি কথা হয়নি বলেও জানান তিনি।

আরও পড়ুন

প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে হালকাভাবে নিচ্ছেন না ক্যারিবীয় এই কোচ। তার ভাষ্য, ‘ওরা বিশ্বকাপে ভালো খেলেছে। সুযোগ পেলেই চমক দেখিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে এখন আর কোনো দলকে দুর্বল ভাবার সুযোগ নেই। আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’

সিলেটের কন্ডিশনের সঙ্গে আরব আমিরাতের মিল থাকায় এই সিরিজ এশিয়া কাপের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। তাই টাইগারদের লক্ষ্য শুধুই জয় নয়, বরং মূল লক্ষ্য বিশ্বমঞ্চে নিজেদের আরও ধারালো করে তোলা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই আন্দোলনে হত্যাসহ ৪ মামলা, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

নুরের ওপর হামলা : স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ছড়ানো অডিওটি ভুয়া

খাগড়াছড়িতে বালিশ চাপা দিয়ে শিশুকে হত্যার অভিযোগে মা আটক

নতুন পরিচয়ে হাজির হচ্ছেন ঋতুপর্ণা

নুরের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

পাগলা মসজিদে সাড়ে ৪ ঘণ্টায় মিললো ৮ কোটি ৫০ লাখ টাকা, এখনো চলছে গণনা