ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে মামলা

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে মামলা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। প্রতারণার অভিযোগে এই মামলায় হুন্দাই কোম্পানির আরো ৬ কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। রাজস্থানের ভরতপুর জেলার বাসিন্দা কীর্তি সিং এই মামলা দায়ের করেছেন।

 এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রথমে ভরতপুরের সিজেএম কোর্ট নং ২-এ একটি ব্যক্তিগত অভিযোগ দায়ের করেন কীর্তি সিং। পরে আদালত মথুরা গেট থানাকে মামলা দায়ের করার নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারা (প্রতারণা) এবং অন্যান্য প্রাসঙ্গিক ধারায় মামলাটি রুজু করেছে। ২০২২ সালের জুন মাসে ২৩ লাখ ৯৭ হাজার ৩৫৩ রুপিতে হুন্দাই কোম্পানির একটি গাড়ি কিনেন কীর্তি সিং। কিন্তু কিছুদিনের মধ্যেই গাড়িটিতে টেকনিক্যাল সমস্যা দেখা যায়। হরিয়ানার মালওয়া অটো সেলস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে গাড়িটি কিনেছিলেন। ৬-৭ মাস গাড়িটি চালানোর পর তাতে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। বিভিন্ন ধরনের শব্দ শোনা যাচ্ছিল। এ বিষয়ে এজেন্সির সঙ্গে যোগাযোগ করার পরও তারা জানায়, গাড়িটি তৈরির সময়ে কোনো সমস্যা ছিল। ফলে এটি ঠিক করা সম্ভব নয়। 

হুন্দাই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। ভারতীয় আইনের অধীনে তাদেরও এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। ২০১৯ সালের কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী, যদি কোনো পণ্যের ভুল বা বিভ্রান্তিকর তথ্য বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করা হয়, তাহলে সেই পণ্যের প্রচারককেও (ব্র্যান্ড অ্যাম্বাসেডর) আইনি দায়বদ্ধতার আওতায় আনা যায়। এই আইনের আওতায় কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষ (সিসিপিএ) প্রচারকারীদের জরিমানাও করতে পারে। কীর্তি সিংহ দাবি করেছেন, শাহরুখ ও দীপিকাকে বিজ্ঞাপনে দেখে গাড়িটি কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন

 ১৯৯৮ সাল থেকে হুন্দাই কোম্পানির সঙ্গে যুক্ত শাহরুখ খান। ২০২৩ সালে এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন দীপিকা পাড়ুকোন। ২০২৪ সালে গাড়িটির একটি বিজ্ঞাপনে একসঙ্গে মডেল হন শাহরুখ-দীপিকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় ৪ জুয়াড়ি গ্রেফতার

মুনমুনের তিন সিনেমা মুক্তির প্রতীক্ষায়

সবজিতে স্বস্তি নেই ক্রেতাদের

পরিবেশ রক্ষায় পোস্টার ছাড়াই নির্বাচনী প্রচারণার ঘোষণা প্রার্থীর

বগুড়ায় এক ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন

যুক্তরাষ্ট্র যাবার আগে বাবা, মা আর ভাইকে নিয়ে যা বলে গেলেন আনিসা