ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্র যাবার আগে বাবা, মা আর ভাইকে নিয়ে যা বলে গেলেন আনিসা

শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী আতিয়া আনিসা।

অভি মঈনুদ্দীন ঃ প্রথমবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট-এ দশেরও অধিক স্টেজ শো’তে প্রবাসী বাংলাদেশীদের গান শোনাতে আজ যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন এই প্রজন্মের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী আতিয়া আনিসা। আনিসার দীর্ঘদিনের স্বপ্ন ছিলো নিজের মৌলিক গান নিয়েই দেশে দেশে ঘুরে বেড়াবেন। নিজের মৌলিক গান গেয়ে দর্শক শ্রোতাকে মুগ্ধ করতেই তিনি। যুক্তরাষ্ট্রে গিয়েছেন।

এই সফরে আনিসা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের যুবরাজ’খ্যাত সঙ্গীতশিল্পী আসিফ আকবরের সঙ্গে বিভিন্ন স্টেট-এর শোতে পারফর্ম করবেন আনিসা। এর আগে বেশ কয়েকবার আসিফ আকবর যুক্তরাষ্ট্রে গিয়েছেন। কিন্তু আনিসার এটি প্রথম সফর বলে ভীষণ উচ্ছ্বসিত আনিসা।

আনিসা এবারই প্রথম কোথাও বাবা মা বা ভাইকে ছাড়া দীর্ঘদিন দেশের বাইরে থাকতে যাচ্ছেন। তাই বিদায় বেলায় বিমানবন্দরে গিয়েছিলেন তার বাবা মা ও ভাই।

আনিসা বলেন,‘ দুই মাসের জন্য যুক্তরাষ্ট্রে এলাম মিউজিক্যাল ট্যুরে, সঙ্গে আছেন শ্রদ্ধেয় আসিফ ভাইয়া। জীবনের এই যাত্রা আমার জন্য অনেক সম্মানের। পরিবারকে পেছনে ফেলে আসা আসলেই অনেক কঠিন। আম্মু, আব্বু আর ছোট ভাইকে ছাড়া কখনো এতদিন দূরে থাকিনি। তাই মনটা অনেকটাই খারাপ । আমার জীবনের সব ভলো মুহূর্তগুলো আমার পরিবারকে নিয়ে একসাথে কাটাতে চাই। তবে এই যাত্রায় আমার পরিবারের দোয়া নিয়েই রওনা হলাম। গানই আমার সবচেয়ে বড় সঙ্গী, সেটাকেই নিয়েই শুরু করছি এই যাত্রা। আপনাদের সবার দোয়া আর ভালোবাসাই হোক আমার প্রেরণা । সুন্দরভাবে কাজ শেষ করে আবার আপনজনদের কাছে ফিরবো, ইনশাআল্লাহ।’

আরও পড়ুন

এদিকে গত ২১ আগস্ট ‘হাবিব ওয়াহিদ’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে হাবিব ও আনিসার নতুন মৌলিক গান ‘তোর আদরে’ গানটি। গানটি লিখেছেন অমিতা কর্মকার। সুর সঙ্গীত করেছেন হাবিব ওয়াহিদ। চ্যানেলে আপাতত শুধু অফিসিয়াল অডিও প্রকাশিত হয়েছে। এর আগে আনিসার কন্ঠে সর্বশেষ প্রকাশিত জনপ্রিয় গান হচ্ছে ইমরানের সঙ্গে ‘আমায় রাখিও পরাণে বান্ধিয়া’। গানটি লিখেছেন আহমেদ রিজভী। সুর করেছেন নাজির মাহমুদ, মিউজিক করেছেন সজীব দাস।

উল্লেখ্য, ‘পায়ের ছাপ’ সিনেমায় ‘এই শহরের পথে পথে’ গানটির জন্য ২০২২ সালের শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমায় ‘চলো নিরালায়’ গানটি গেয়ে গায়িকা হিসেবে রাতারাতি আলোচনায় চলে আসেন আনিসা। আর এর পর থেকেই মূলত স্টেজ শোতে তার ব্যস্ততা বেড়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় হাঁটু পানি মাড়িয়ে শিশুদের স্কুলে যাতায়াত

কুড়িগ্রামের রাজারহাটে জুয়ার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার

নওগাঁর ধামইরহাট সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে আটক ২

বৃহস্পতিবার সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

বগুড়ার ধুনটে যমুনার চরের ঘাসে বেচে শতাধিক পরিবারের সংসার চলে

বগুড়ার শাজাহানপুরে বেলজিয়াম কাঠের ছায়াযুক্ত বাগানে ২ হাজার বস্তা আদা চাষ