মুনমুনের তিন সিনেমা মুক্তির প্রতীক্ষায়
_original_1756310681.jpg)
অভি মঈনুদ্দীন ঃ চিত্রনায়িকা মুনমুনের অভিনয় জীবনের প্রথম দুই সিনেমা হচ্ছে ‘আজকের সন্ত্রাসী’ ও ‘মৌমাছি’। আজকের সন্ত্রাসী’ নির্মাণ করেছিলেন জীবন রহমান। আর মৌমাছি নির্মাণ করেছিলেন প্রয়াত এহতেশাম। ‘আজকের সন্ত্রাসী’তে তার বিপরীতে ছিলেন বাপ্পারাজ ও ‘মৌমাছি’তে তার বিপরীতে ছিলেন শামস।
তবে মুনমুন অভিনীত প্রথম ব্যবসা সফল সিনেমা ছিলো ফজলে আহমেদ বেনজীর পরিচালিত ‘টারজান কন্যা’, যাতে তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক আমিন খান। এরপর আরো প্রায় ৭৮টি সিনেমাতে অভিনয় করেছেন মুনমুন। যারমধ্যে অধিকাংশ সিনেমাই ছিলো ব্যবসা সফল। মুনমুন তার দীর্ঘদিনের সিনেমা জীবনে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, রুবেল, মান্না, নাইম, আমিন খান, রিয়াজ’সহ আরো নবাগত বেশ কয়েকজন নায়কের বিপরীতে অভিনয় করেছেন। পেয়েছেন সেরা নায়িকা হিসেবে বেশকিছু সংগঠন থেকে সম্মাননাও।
এরইমধ্যে মুনমুন তিনটি সিনেমার কাজ প্রায় শেষ করেছেন। সিনেমাগুলো হচ্ছে মিজানুর রহমান মিজানের ‘তোলপাড়’, বাবুল রেজার ‘বউ জামাইয়ের লড়াই’ ও কিশোর রব্বানীর ‘নাম্বার ওয়ান পুলিশ’। এরমধ্যে ‘তোলপাড়’ ছাড়া বাকী দুটি সিনেমার ক্যামেরা ক্লোজ।
মুনমুন বলেন,‘ সিনেমাতে অভিনয় জীবনের দীর্ঘদিনের পথচলায় আমি এদেশের কোটি কোটি দর্শকের ভালোবাসা পেয়েছি। এখনো দর্শকের ভালোবাসায় সিক্ত হই বিভিন্ন অনুষ্ঠানে গেলে। সত্যি বলতে কী চলচ্চিত্র আমাকে অনেক দিয়েছে। দিয়েছে খ্যাতি, সম্মান। আমি দর্শকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কৃতজ্ঞ সকল সিনেমার প্রযোজক পরিচালকের প্রতি। আমাকে দর্শক সর্বশেষ রাগী সিনেমায় খল চরিত্রে অভিনয়ে দেখেছেন। মুক্তি প্রতীক্ষিত তিনটি সিনেমাতেও আমার চরিত্র ভিন্ন। আশা করছি দর্শকের ভালোলাগবে।’
আরও পড়ুনমুনমুন তার দীর্ঘদিনের অভিনয় জীবনে একমাত্র শতভাগ সাহিত্য নির্ভর একটি কাজই করেছেন। বিবেশ রায় পরিচালিত কাহিনীচিত্র ‘ধানের কাব্য’তে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু। এতে অভিনয়ের জন্য ভীষণ প্রশংসিত হয়েছিলেন মুনমুন। মুনমুন যখন ফিল্মে কাজ শুরু করেন তখন তিনি ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার’ স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াশুনা করতেন।
পরবর্তীতে ১৯৯৬ সালে তিনি এসএসসি সম্পন্ন করেন। মুনমুনের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে। তিনি ভীষণ গর্ব অনুভব করেন সবসময় এই ভেবে যে তারই এলাকা থেকে চলচ্চিত্রে নায়িকা হিসেবে সফল হয়েছেন কবরী, শাবানা, কাজরী, অঞ্জু, পূর্ণিমা। সেই ধারাবাহিকতায় তিনিও আছেন। ৩ জুলাই জন্মনেয়া মুনমুন সিনেমাতে অভিনয়ই করেছেন, কখনো সিনেমা প্রযোজনা করেননি। মুনমুনের সার্টিফিকেট নাম ‘মুনমুন আহমেদ’।
মন্তব্য করুন