ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

নওগাঁর ধামইরহাট সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে আটক ২

নওগাঁর ধামইরহাট সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে আটক ২, ছবি : দৈনিক করতোয়া

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়েয় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে বিজিবি। তারা হলো- ধামইরহাট উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত শামসুল উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৪০) এবং একই উপজেলার খেলনা গ্রামের মৃত সাদেকুল ইসলামের ছেলে শাহিন ইসলাম (২৫)। আজ বুধবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

তিনি জানান, গতকাল মঙ্গলবার বিকেলে সীমান্ত পিলার ২৬২/২-এস হতে আনুমানিক ২শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার আলমপুর ইউনিয়নের জোতওসমান গ্রামে বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন।

অভিযানে তারকাঁটাবিহীন এলাকা দিয়ে দু’জন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করলে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থেকে একটি মোটরসাইকেল, ৪টি স্মার্ট মোবাইল ফোন, ভারতীয় সিম কার্ড ও ভারতীয় রুপি জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামালসহ আসামিদের ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

ধামইরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হোসেন বলেন, বিজিবি বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। আসামিদেরকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় হাঁটু পানি মাড়িয়ে শিশুদের স্কুলে যাতায়াত

কুড়িগ্রামের রাজারহাটে জুয়ার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার

নওগাঁর ধামইরহাট সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে আটক ২

বৃহস্পতিবার সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

বগুড়ার ধুনটে যমুনার চরের ঘাসে বেচে শতাধিক পরিবারের সংসার চলে

বগুড়ার শাজাহানপুরে বেলজিয়াম কাঠের ছায়াযুক্ত বাগানে ২ হাজার বস্তা আদা চাষ