গোপালগঞ্জে লোকমনে আতঙ্ক, গ্রেফতার ৪৫

গোপালগঞ্জে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টা শিথিল শেষে আবার শুরু হয়েছে কারফিউ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সন্ধ্যা ৬টার পরে পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করার কথা রয়েছে।
বুধবারের সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গোপালগঞ্জ থানার মামলা নং ১৫, তারিখ ১৮-৭-২০২৫। সূত্রে জানা যায়, এ মামলায় ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত ৪৫ জনকে আটকের বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। জনমনে রয়েছে গ্রেফতার আতঙ্ক।
কারফিউয়ের আজ তৃতীয় দিন চলছে। কারফিউর কারণে নানা ধরনের ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ। ব্যাংক বুথ, বাজার এবং অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন গোপালগঞ্জের সাধারণ জনগণ। নিম্ন আয়ের মানুষরা পড়েছেন চরম বিপাকে। বিশেষ করে রিকশাচালক, দিনমজুর কাজের অভাবে সংসারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে পারছেন না। এ অবস্থায় তাদের দাবি, দ্রুত কারফিউ তুলে নেওয়া হোক।
আরও পড়ুনএর আগে, বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে ২২ ঘণ্টার কারফিউ শুরু হয়। চলে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরপর সেটি আরও ২৪ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবত করা হয়। পরিস্থিতি বিবেচনা করে কারফিউয়ের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। একই সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, এই পর্যন্ত ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত মোট ৪৫ জনের অধিক লোক আহত হয়েছেন। এর মধ্যে দশ জনের বেশি পুলিশ সদস্য।
এ ঘটনায় কতজন গ্রেফতার এবং মামলা হয়েছে কিনা জানতে গোপালগঞ্জ সদর থানায় গেলে গ্রেফতারকৃতদের স্বজনদের ভিড় দেখা যায়। মূল গেট বন্ধ রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি কাজ করছে আর্মড পুলিশ। তবে এ বিষয়ে এখনও প্রশাসনের তরফ থেকে কোনও তথ্য দেওয়া হয়নি।
মন্তব্য করুন