ভিডিও বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

ম্যানেজ করে চলে প্রতারণার ভয়ঙ্কর ফাঁদ  

জয়পুরহাটের কালাইয়ে জ্বিন দিয়ে চিকিৎসার নামে হাতিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা 

জয়পুরহাটের কালাইয়ে জ্বিন দিয়ে চিকিৎসার নামে হাতিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা 

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে ধর্মের ভয় দেখিয়ে গড়ে উঠেছে এক ভয়াবহ প্রতারণার চক্র। উপসর্গ জ্বিন দিয়ে জটিল ও কঠিন রোগের চিকিৎসা ও অপারেশন করার নামে এলাকার সহজ-সরল, ধর্মভিরু মানুষদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র।

আধুনিক চিকিৎসার ভিত্তি ছাড়াই প্রতারক চক্র রীতিমত চালিয়ে যাচ্ছে অমানবিক ও আইনবিরোধী এমন কার্যকলাপ। তারা প্রশাসন থেকে শুরু করে এলাকার প্রভাবশালীদের ম্যানেজ করে গড়ে তুলেছে প্রতারণার ভয়ঙ্কর ফাঁদ। এ খবর সংগ্রহ করতে গেলে বানেছা পরীর বাবা আবুল হোসেন লোকজনদের সাথে নিয়ে স্থানীয় সাংবাদিকদের ওপর চড়াও হন।

উপজেলার পুনট ইউনিয়নের পুনট-নয়াপাড়া গ্রামের জাহেরা বিবি, যিনি নিজেকে রোগীদের কাছে ‘বানেছা পরী’ নামে পরিচয় দেন। প্রায় দেড় যুগ ধরে তিনি ‘জ্বিনের মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসা করে আসছেন বলে জানান স্থানীয়রা। প্রতারণার কাজে তার সহযোগী হিসেবে আছেন তারই বাবা আবুল হোসেন এবং বোনের স্বামী জাহিদুল ইসলাম। সবাই মিলে বানেছা পরীর বাড়িতেই গড়ে তুলেছেন ‘জ্বিন চিকিৎসা কেন্দ্র’। যেখানে প্রতিদিন চিকিৎসার নামে প্রতারণা করা হয় শত শত অসহায় মানুষের সাথে।

সরজমিনে গিয়ে দেখা গেছে, বানেছা পরীর বাড়ির বারান্দায় বেশ কয়েকজন রোগী বসে আছেন। আর তিনি একটি ঘরের ভিতরে চিকিৎসা দিচ্ছেন। বারান্দায় বসে থাকা রোগীদের মধ্যে কেউ ক্যান্সার রোগে আক্রান্ত, কেউ টিউমার, কেউ সন্তানহীন, কেউ আবার মানসিক রোগী। তারা সবাই বানেছা পরীর কাছে চিকিৎসা নিতে এসেছেন। জ্বিনের মাধ্যমে অপারেশনের কথা বলে এসব রোগীর কাছ থেকে হাতিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা।

রোগীর দুর্বলতা ও ভয়কে পুঁজি করে বানেছা পরী একটি অন্ধকার ঘরের ভিতরে রোগীদের নিয়ে প্রথমেই বলেন, ‘তুমি শেষ পর্যায়ে আমার কাছে এসেছ, এখন জ্বিন ছাড়া তোমার আর চিকিৎসা হবে না। তোমাকে বাঁচাতে হলে জি¦নের চিকিৎসার বিকল্প পথ নেই, তোমার সব পথ বন্ধ হয়ে গেছে। এখন বাঁচতে হলে দিতে হবে মোটা অঙ্কের টাকা।’

আরও পড়ুন

তাকে সিরিয়ালের জন্য দিতে হয় ৩০ টাকা। এরপর শুরু হয় তথাকথিত ঝাঁড়-ফুঁক, তেল-পানি পড়া, আর আঙুল দিয়ে ইনজেকশন দেওয়ার মত কাজ। এসব বিপজ্জনক চিকিৎসা গত ১৮ বছর ধরে চলছে বানেছা পরীর প্রতারণার জমজমাট বাণিজ্য। অথচ তাদের কেউই কোনো চিকিৎসা বিদ্যা বা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত নন বলে জানান স্থানীয়রা।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাঁটা এলাকা থেকে চিকিৎসা নিতে আসা জয়নাল আবেদীন বলেন, ‘অনেক আগে থেকে শুনেই এখানে চিকিৎসা নিতে আসছি। দীর্ঘদিন ধরে আমি কোমরের ব্যাথায় ভুগছি। বানেছা পরী নাকি জি¦নের মাধ্যমে চিকিৎসা দিয়ে রোগ ভালো করেন। এখানে আসার পর থেকে দেখছি, সিরিয়াল দিতে টাকা নিচ্ছে। ভিতরে গিয়ে নাকি রোগ অনুযায়ী মোটা অঙ্কের টাকার চুক্তি করেন। সিরিয়ালের ৩০ টাকা দিয়েছি, দেখি ভিতরে গিয়ে কী হয়।’

প্রতিবেশী গোলাম রসুল বলেন, তারা গ্রামের ভিতরে যা করছে তা ইসলাম বিরোধী, অমানবিক এবং আইন বিরোধী। আমরা বহুবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে অবগত করেছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বারবার প্রতিবাদ জানানো হলেও তারা আরও দম্ভভরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহফুজ আলম বলেন, এধরনের কাজ সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রতারণামূলক ছাড়া আর কিছুই না।

চিকিৎসা দেওয়ার অধিকার শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকদের রয়েছে। কালাই থানার ওসি জাহিদ হোসেন বলেন, জ্বিন দিয়ে অপারেশন হয় এই প্রথম শুনলাম। এটি অবশ্যই ফৌজদারি অপরাধ। আমরা বিষয়টি দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান বলেন, এই ধরনের প্রতারণামূলক কর্মকান্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিন্দু ধর্মাবলম্বীদের দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা  

ইলিশ রক্ষায় পুলিশ, নৌ-বাহিনী ছাড়াও বিমানবাহিনী ড্রোন দিয়ে কাজ করবে: মৎস উপদেষ্টা

সব স্বাভাবিক হলেই ১৪৪ ধারা তুলে নেয়া হবে: খাগড়াছড়ি জেলা প্রশাসক

বগুড়ার শেরপুরে টানা বৃষ্টিতে মহাসড়ক ও বসতবাড়িতে হাটু পানি

মাদরাসায় পড়েছি, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন: ধর্ম উপদেষ্টা

জয়পুরহাটের কালাইয়ে জ্বিন দিয়ে চিকিৎসার নামে হাতিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা