নিউজ ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৫, ১১:২৮ রাত
গাজীপুরে র্যাবের অভিযান
বগুড়া সারিয়াকান্দির শাহিনুর হত্যা মামলার আরও ২ আসামি ঢাকা থেকে গ্রেফতার

বগুড়া সারিয়াকান্দির শাহিনুর হত্যা মামলার আরও ২ আসামি ঢাকা থেকে গ্রেফতার
স্টাফ রিপোর্টার : সারিয়াকান্দির শাহিনুর বেগম হত্যায় জড়িত তদন্তে প্রাপ্ত দুই আসামি মো. সৈকত (৩০) ও মো. শিপলু (৩০)কে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। গতকাল মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সৈকত সারিয়াকান্দি উপজেলার কাটাখালি এলাকার ইদ্রিস আলীর ছেলে এবং ও শিপলু একই এলাকার খোকন আকন্দ’র ছেলে। র্যাব-১২ বগুড়া কার্যালয় সূত্রে এ সব তথ্য জানাগেছে। র্যাব-১২ সূত্র জানায়, গত ৩১ আগস্ট দিনগত রাত সাড়ে ৮ টা থেকে ১ সেপ্টেম্বর ভোর ৬টার মধ্যে যে কোন সময় দুস্কৃতকারিরা সারিয়াকান্দি উপজেলার গোয়ালবাতান গ্রামে শাহিনুর বেগমের ঘরে ঢুকে তার হাত-পা কাপড় দিয়ে বেঁধে মুখের ভিতর গামছা ঢুকিয়ে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে রাখে।
এ ঘটনায় ভিকটিমের মেয়ে মোছা. সরমিলা আকতার ওরফে শ্রাবন্তি বাদি হয়ে বগুড়ার সারিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ আসামিদের কে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
এর ধারাবাহিকতায় র্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১২ এবং র্যাব-১ উত্তরা ঢাকা এর যৌথ আভিযানিক দল গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার হাজী বারেক মার্কেট উত্তরা টায়ার এন্ড ব্যাটারী শপ এর সামনে অভিযান পরিচালনা করে সৈকতকে এবং একই রাতে গাজীপুর টঙ্গী পশ্চিম থানার টেলিফোন শিল্প সংস্থা লিঃ এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে শিপলুকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, শাহিনুর বেগম হত্যার মামলায় আরও ২ আসামী মো. সাফায়েত জামিল শুভ (৩১), এবং তুষার আহম্মেদ শীলু (২৭) কে র্যাব ইতিপূর্বে গ্রেফতার করেছে।
মন্তব্য করুন