ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

পরিবেশ রক্ষায় পোস্টার ছাড়াই নির্বাচনী প্রচারণার ঘোষণা প্রার্থীর

মাস্টারদা সূর্যসেন হল সংসদের সদস্য প্রার্থী জাকির হাসান সাগর।

ঢাবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ( ডাকসু) নির্বাচনে নির্বাচনী পোস্টার বা লিফলেট ব্যবহার না করার ঘোষণা দিয়েছেন মাস্টারদা সূর্যসেন হল সংসদের সদস্য প্রার্থী জাকির হাসান সাগর। তিনি ভাষাবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। পরিবেশ রক্ষার স্বার্থে তিনি পুরো নির্বাচনী প্রচারণা চালাবেন ডিজিটাল প্ল্যাটফর্মে।

আজ বুধবার (২৭ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “ক্যাম্পাসের পরিবেশ রক্ষার স্বার্থে নির্বাচনী প্রচারণায় আমি কোনো পোস্টার বা লিফলেট প্রিন্ট করব না। সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেই আমি আমার প্রচারণা চালাব।”

প্রার্থী জানান, এ বছর ডাকসুতে কেন্দ্রীয় সংসদে ৪৭১ জন প্রার্থী এবং প্রতিটি হল সংসদে অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার হল, মাস্টারদা সূর্যসেন হলে প্রার্থী সংখ্যা ৭৫ জন।

“অন্য হলগুলোর চিত্রও প্রায় একই। সে ক্ষেত্রে একজন ভোটারকে প্রায় ৫৪৬টি লিফলেটের মুখোমুখি হতে হবে। এতে স্বাভাবিকভাবেই ভোটার বিরক্ত হয়ে লিফলেট ফেলে দেবেন। কারণ সব সময় ডাস্টবিন হাতের কাছে থাকে না। এর ফলে ক্যাম্পাসের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হবে এবং আবর্জনার স্তূপ তৈরি হবে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ,” বলেন তিনি।

আরও পড়ুন

প্রার্থী আরও জানান, এসব লিফলেট ও পোস্টার পরে ড্রেন ও পানিনিষ্কাশন ব্যবস্থায় গিয়ে জলাবদ্ধতার কারণ হতে পারে। “ঢাকা শহরের ড্রেনের অবস্থা এমনিতেই ভালো নয়। সামান্য বৃষ্টি হলেই ক্যাম্পাস মিনি কক্সবাজারে পরিণত হয়। ড্রেনে পড়ে থাকা পোস্টার-লিফলেট অক্সিজেনের অভাবে পচতে শুরু করলে তা থেকে মিথেন গ্যাস তৈরি হবে। মিথেন (CH₄) কার্বন ডাই-অক্সাইডের তুলনায় ২৫-৩৬ গুণ বেশি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। এটি বৈশ্বিক উষ্ণায়ন বাড়িয়ে দেবে,”উল্লেখ করেন তিনি।

তিনি বলেন,“প্রতি বছর শুধু কাগজ তৈরির জন্য প্রায় ৪০ কোটি গাছ কাটা হয়, যা বিশ্বে মোট গাছ কাটার ৩৫ শতাংশ। আমার নেওয়া এই পদক্ষেপ হয়তো গাছ কাটা কিছুটা কমাতে সাহায্য করবে। আমি চাই, যে কাগজ নষ্ট করে আমি লিফলেট ছাপাতাম, সেই কাগজ দিয়ে যেন বই বা গবেষণাপত্র ছাপা হয়।”

তিনি আরও আশা প্রকাশ করেন যে, অন্যান্য প্রার্থীরাও এ বিষয়ে ভাববেন। “আমি সিদ্ধান্ত নিয়েছি, ক্যাম্পাসের পরিবেশ নষ্ট না করে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ও নিজস্ব ওয়েবসাইট ব্যবহার করেই আমার নির্বাচনী প্রচারণা চালাব,” বলেন সাগর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় হাঁটু পানি মাড়িয়ে শিশুদের স্কুলে যাতায়াত

কুড়িগ্রামের রাজারহাটে জুয়ার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার

নওগাঁর ধামইরহাট সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে আটক ২

বৃহস্পতিবার সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

বগুড়ার ধুনটে যমুনার চরের ঘাসে বেচে শতাধিক পরিবারের সংসার চলে

বগুড়ার শাজাহানপুরে বেলজিয়াম কাঠের ছায়াযুক্ত বাগানে ২ হাজার বস্তা আদা চাষ