ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল আটক

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল আটক, ছবি: সংগৃহীত।

রুমমেটকে মারধরের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত জালাল আহমদ হাজী মুহম্মদ মুহসীন হলের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী।

বুধবার (২৭ আগস্ট) দিনগত রাত ১টার দিকে হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিভাবে এ ঘোষণা দেন। তিনি বলেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হলো। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা করা হবে। এছাড়া আজ রাতেই রমনা থানা পুলিশকে জানিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

এর আগে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষার্থী রবিউল হকের বুকে ভাঙা টিউবলাইট দিয়ে আঘাত করেন জালাল। আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।অন্য শিক্ষার্থীরা জানান, হলে লাইট অন অফ নিয়ে জালালের সঙ্গে কথা কাটাকাটি হয় রবিউল হকের। এসময় রবিউলের বুকে ভাঙা টিউবলাইট দিয়ে আঘাত করেন তিনি।    

আরও পড়ুন

ঘটনার পরপরই আহত রবিউলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায় শিক্ষার্থীরা। এসময় নিজেকে রুমে অবরুদ্ধ করে রাখেন জালাল আহমদ। পরে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করা হয়। 

ঢাবি প্রক্টর  জানান, ডাকসু নির্বাচনে তার প্রার্থীতা থাকবে কিনা এ নিয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন।  এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলে ঢুকে পড়েছে রুশ বাহিনী

মার্কিন দূতের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবেন সিইসি

বুয়েট শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় কমিটি করা হবে: জ্বালানি উপদেষ্টা

নেপালের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

সংস্কারের জটিলতা দ্রুত শেষ করে নির্বাচনের চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করুন : মির্জা ফখরুল

আবু সাঈদ হত্যা মামলায় সূচনা বক্তব্য শেষ, বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণ