ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

নেপালের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

নেপালের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : দুইদিনের ব্যবধানে আবারও সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েরা আজ নামছে নেপালের বিপক্ষে তাদের ফিরতি লড়াইয়ে। প্রথম দেখায় নেপালের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় বাংলাদেশ। চেনা প্রতিপক্ষ, তাই ভাবনাটাও কম লাল-সবুজের প্রতিনিধিদের। জয় ভিন্ন কিছু ভাবছেনা দল। 

আজ বুধবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। তিন ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ভারত, পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে। বাংলাদেশ তিন ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থানে রয়েছে। নেপাল ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে, আর ভুটান তিন ম্যাচে হেরে চতুর্থ স্থানে রয়েছে। প্রতিযোগিতাটি রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি দলের এখনও তিনটি করে ম্যাচ বাকি আছে এবং ৬ ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই চ্যাম্পিয়ন হবে।

গতকাল দুপুরে ম্যাচ ভেন্যুতে অনুশীলন সেরেছে আলপি, সুরভীরা। দ্বিতীয় লেগের সব ম্যাচ জিতে গোলব্যবধানে এগিয়ে থেকে প্রথমবার অনূর্ধ্ব ১৭’তে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। নারীদের একমাত্র বয়সভিত্তিক শ্রেণি যেখানে সাফ শিরোপা অধরা।

আরও পড়ুন

দলের সহকারী কোচ আবুল হোসেন জানিয়েছেন, পরবর্তী তিনটি ম্যাচে জয় ছাড়া বাংলাদেশের শিরোপা সম্ভাবনা নেই। তবে আপাতত আজকের নেপাল ম্যাচে তারা পুরো মনোযোগ দিয়েছেন।  গতকাল দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেয়েরা ম্যাচের ভেন্যুতে অনুশীলন করেছে। আগের ম্যাচের ভুলগুলো শুধরে এই ম্যাচে জয়ে নজর রাখতে চাইছে বাংলাদেশ। দলে কোনো চোট বা সমস্যার খবর নেই।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানিমূলক কার্যক্রম দেখলে ব্যবস্থার নির্দেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

বগুড়া শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক যাত্রী নিহত

তবলা’য় নির্ভরযোগতা বাড়ছে গুঞ্জনে

সরকারের ‘অকাল মৃত্যু’ হয়েছে দাবি করে চট্টগ্রামে গায়েবানা জানাজা

জয়পুরহাটের আক্কেলপুরে প্রাথমিক বিদ্যালয়ে চুরি