ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার খেলবে যারা

চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার খেলবে যারা,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আসন্ন মৌসুমে প্রথমবারের মতো জায়গা করে নিলো চার ক্লাব। নরওয়ের বোধো/গ্লিমট, কাজাখস্তানের কায়রাত আলমাতি, সাইপ্রাসের পাফোস এবং বেলজিয়ামের ইউনিয়ন সেইন্ট-জিলোয়া।

মঙ্গলবার রাতে শেষ হওয়া প্লে-অফের দ্বিতীয় লেগ শেষে নিশ্চিত হয়েছে তিন ক্লাবের ইতিহাস গড়া সাফল্য। এর বাইরে নিজ দেশের লিগ চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি সুযোগ পেয়েছে সেইন্ট-জিলোয়া। কাজাখ ক্লাব কায়রাত আলমাতি নিজেদের মাঠে স্কটিশ চ্যাম্পিয়ন সেল্টিককে গোলশূন্যে আটকে দেয়। দুই লেগে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ ব্যবধানে জিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বে জায়গা করে নেয় তারা। এর আগে ২০২১-২২ মৌসুমে দেশটির একমাত্র প্রতিনিধি হিসেবে আশতার লিগ পর্ব খেলেছিল। এবার কায়রাত নতুন ইতিহাস লিখল।

নরওয়ের বোধো/গ্লিমট প্রথম লেগেই প্রায় নিশ্চিত করেছিল গ্রুপ স্টেজের টিকিট। স্টুর্ম গ্রাজকে ৫-০ গোলে হারানোর পর ফিরতি লেগে ২-১ ব্যবধানে হেরেও সম্মিলিতভাবে ৬-২ গোলে জিতে নেয় তারা। ২০০৭-০৮ মৌসুমে রোসেনবর্গের পর প্রথমবার কোনো নরওয়েজিয়ান ক্লাব জায়গা করে নিল আসরের গ্রুপ পর্বে। কনফারেন্স লিগে দুর্দান্ত সাফল্যের পর এবার ইউরোপের সেরা প্রতিযোগিতায় নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছে বোধো/গ্লিমট।

আরও পড়ুন

অন্যদিকে সাইপ্রাসের পাফোস লিখেছে রূপকথার গল্প। প্রথমবার ইউরোপীয় মঞ্চে খেলা দলটি ক্রভেনা জভেজদার মাঠে ১-১ গোলে ড্র করলেও, প্রথম লেগের সুবিধায় (মোট ৩-২) গ্রুপ স্টেজ নিশ্চিত করে। শেষ মুহূর্তে জাজার গোলেই স্বপ্নপূরণ হয় তাদের। এর আগে সাইপ্রাস থেকে এপোয়েল নিকোশিয়া একাধিকবার লিগ স্টেজে খেললেও পাফোসের এই সাফল্য দেশটির ফুটবলে নতুন অধ্যায় যোগ করল।

চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্ব শুরু হবে সেপ্টেম্বরে। আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) সুইজারল্যান্ডের নিওনে হবে ড্র অনুষ্ঠান। প্রথামতো চারটি পটে ভাগ হবে দলগুলো। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলানের মতো জায়ান্টদের সঙ্গেই একই মঞ্চে দেখা যাবে বোধো/গ্লিমট, কায়রাত ও পাফোসকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বয়সসীমা না রেখেই বাফুফের গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত

নাটোরের বাগাতিপাড়ায় নকল বিড়ি তৈরির সরঞ্জাম জব্দ

প্রেমিকাকে ৭৫ হাজার রুপিতে ফ্ল্যাট ভাড়া দিলেন হৃতিক

ইনস্টাগ্রামে নতুন চমক, রিলসে যে সুবিধা পাওয়া যাবে

রাজবাড়ীতে রাতের আঁধারে পার্কিং করা বাসে আগুন

বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত