ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

জয়পুরহাটের আক্কেলপুরে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

জয়পুরহাটের আক্কেলপুরে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: আক্কেলপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের চকরঘুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস ও পাঠদান কক্ষে চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাতে। বিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল সোয়া ৪টায়  দিকে ক্লাস শেষে বিদ্যালয়ে তালা দিয়ে চলে যান প্রধান শিক্ষক। বিদ্যালয়ে কোন নৈশ্যপ্রহরী না থাকায় গতকাল মঙ্গলবার গভীর রাতে অফিস ও পাঠদান কক্ষের হাসবল কেটে চোর ভিতরে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটায়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র কুমার জানান, সকালে স্কুলে এসে দেখি অফিস ও পাঠদান কক্ষের হাসবল কেটে আটটি ফ্যান ও  শিক্ষার্থীদের খেলার  সামগ্রী চোরেরা চুরি করে নিয়ে যায়। চোরেরা যাওয়ার সময় অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র আলমারি থেকে বের করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে যায়।

পরে উপজেলা প্রথমিক শিক্ষা অফিসে অবগতসহ আক্কেলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. শফিকুর ইসলাম বলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র কুমার বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় হাঁটু পানি মাড়িয়ে শিশুদের স্কুলে যাতায়াত

কুড়িগ্রামের রাজারহাটে জুয়ার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার

নওগাঁর ধামইরহাট সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে আটক ২

বৃহস্পতিবার সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

বগুড়ার ধুনটে যমুনার চরের ঘাসে বেচে শতাধিক পরিবারের সংসার চলে

বগুড়ার শাজাহানপুরে বেলজিয়াম কাঠের ছায়াযুক্ত বাগানে ২ হাজার বস্তা আদা চাষ