ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

হলের স্বতন্ত্র জিএস প্রার্থীর নামে অপপ্রচারের অভিযোগ, অভিযুক্ত ডাকসু ভিপি প্রার্থী আবিদ

হলের স্বতন্ত্র জিএস প্রার্থীর নামে অপপ্রচারের অভিযোগ, অভিযুক্ত ডাকসু ভিপি প্রার্থী আবিদ

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্যার এ এফ রহমান হলের স্বতন্ত্র সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আশিকুল হক রিফাত মঙ্গলবার (২৬ আগস্ট) চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগ জমা দেওয়ার পর করতোয়াকে রিফাত বলেন,“আমি আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে লিখিত অভিযোগপত্র জমা দিয়েছি। রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।”

আশিকুল হক রিফাত সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং আমাদের সময় পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। জানা গেছে, সোমবার (২৫ আগস্ট) বিকেলে মধুর ক্যানটিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম খান অভিযোগ করেন,আমরা তথ্য পেয়েছি, স্যার এ এফ রহমান হলে এক সাংবাদিক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেসব শিক্ষার্থী ছাত্রদলের প্যানেলের পক্ষে কাজ করছে, তাদের তিনি বাধাগ্রস্ত করছেন, হুমকি দিচ্ছেন এবং ব্ল্যাকমেইল করছেন।”

এসময় আবিদ নির্বাচন কমিশন ও হল প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।আমি ডাকসু নির্বাচন কমিশন এবং হল প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিন।” অন্যদিকে অভিযুক্ত প্রার্থী আশিকুল হক রিফাত অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। “ছাত্রদলের সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আমার বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালিয়েছেন। আমার জনপ্রিয়তায় শঙ্কিত হয়েই তারা এই মিথ্যা প্রচারণা চালাচ্ছে।”

তিনি আরও বলেন,“আমি আবিদুল ইসলাম খানকে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছি। ২৪ ঘণ্টা হতে চলেছে, কিন্তু এখনো কোনো জবাব দেননি। এমনকি আমার ফোনও ধরছেন না।”

আরও পড়ুন

রিফাত তার লিখিত অভিযোগপত্রে উল্লেখ করেন, “গতকাল সোমবার ছাত্রদলের সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ইঙ্গিতের মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালান। কোনো প্রমাণ ছাড়াই তিনি আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। এর ফলে ব্যক্তিগত সুনাম নষ্ট হওয়ার পাশাপাশি আমার নির্বাচনী প্রচারণায়ও নেতিবাচক প্রভাব পড়তে পারে।”

তিনি আরও বলেন,“এ ধরনের অপপ্রচার শুধু একজন প্রার্থীর ভাবমূর্তি নষ্টের চেষ্টা নয়; বরং একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। তাই ঘটনার তদন্ত করে আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ব্যাংক গ্রীন স্কুল ও-লেভেল পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে: সম্মাননা পেলো শিক্ষার্থীরা

মালয়েশিয়ার শ্রমবাজারে শীর্ষে বাংলাদেশ

র‌্যাব-১৩’র অভিযানে বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তালের ভাপা পিঠা বানাবেন যেভাবে

সিরাজগঞ্জে এনআইডি করতে গিয়ে রোহিঙ্গা দম্পতি আটক

কলমাকান্দায় খালে পড়ে শিশুর মৃত্যু