ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা খাল বা ভূমি দখল করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভূমিদস্যুরা দেশ ও সমাজের শত্রু, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া ঝাউবাড়ি এলাকায় শুভাঢ্যা খাল খনন ও সুরক্ষা কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, একসময় এই খালটি সচল এবং প্রবাহমান ছিল, কিন্তু ভূমিদস্যুরা দখল করে এটিকে ময়লার ভাগাড়ে পরিণত করেছে। আর কিছুদিন গেলে এই খালটি ফিরে পাওয়া যেত না, ভূমিদস্যুরা এটিকে রাস্তায় পরিণত করত।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যে খাল দিয়ে মানুষ যাতায়াত করত এবং বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী নদী পর্যন্ত পানি প্রবাহিত হতো, সেই খালটিকে আজ ভূমিদস্যুরা দখল ও দূষণ করে সর্বনাশ করেছে। যারা এই নির্দেশনা মানবে না, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুনঅনুষ্ঠানে পানি সম্পদ এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা আমাদের সময়ে দেশের বিভিন্ন খাল ও বিলকে দখল ও দূষণ থেকে রক্ষার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় দক্ষিণ কেরানীগঞ্জের বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী পর্যন্ত ঐতিহ্যবাহী শুভাঢ্যা খাল দখল ও দূষণ রোধে আমাদের মন্ত্রণালয় থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। জনগণের সুবিধার জন্য এই দীর্ঘ খালটি খনন করে বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী পর্যন্ত পানি প্রবাহ চলমান করার জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এই কাজটি পরিচালনা করছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান বলেন, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই খালটি খননসহ যাবতীয় কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। সরকার নির্ধারিত সময়ের মধ্যেই এই খালের কাজ শেষ করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোকাব্বির হোসেন, ডিআইজি ঢাকা রেজাউল করিম মল্লিক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ এনায়েত উল্লাহ, ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ এবং কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রীনাত ফৌজিয়া।
মন্তব্য করুন