ভিডিও সোমবার, ২৫ আগস্ট ২০২৫

নড়াইলে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নড়াইলে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুবরণকারী দুই শিশু আমেনা খাতুন (৭) ও নাফিস মোল্যা (৫) দিঘলিয়া গ্রামের কৃষক ইকরামুল মোল্যার সন্তান। মৃতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে শিশুদের মা রোকাইয়া বেগম বাড়ির পাশের ঘেরপাড়ে পাটের আঁশ ছড়ানোর (পাট বাছা) করার কাজ করছিলেন। তখন শিশু আমেনা ও নাফিস ওইখানে খেলা করছিল। এ সময় তাদের বাবা ইকরামুল মেয়ে আমেনা ও ছেলে নাফিসকে বাড়িতে যেতে বলে বাজারে চলে যান। কিন্তু আমেনা ও নাফিস বাড়িতে না গিয়ে পাশের ঘেরের পানিতে গোসল করতে নামে। বিষয়টি তাদের মা রোকাইয়া বেগম টের পাননি। দীর্ঘ সময় সন্তানদের ঘেরপাড়ে না দেখে মা রোকাইয়া সন্তানদের খোঁজ শুরু করেন। সন্ধ্যায় ঘের থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক তুহিন হত্যা: ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিলো পুলিশ

মসজিদের মাইক চুরির চেষ্টায় গণপিটুনিতে যুবক নিহত

সমুদ্র পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা  

কারখানার মেশিনে ওড়না পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

ময়মনসিংহে কলেজছাত্র হত্যায় পাঁচ আসামির যাবজ্জীবন