রংপুরে
সবজিতে স্বস্তি নেই ক্রেতাদের

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে কিছুটা দাম কমেছে কাঁচামরিচ, বেগুন ও পটলের। এছাড়া অপরিবর্তিত রয়েছে অধিকাংশ সবজি, পেঁয়াজ ও পোলট্রি মুরগির ডিমের দাম। রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের মতোই খুচরা বাজারে পোলট্রি মুরগির ডিমের হালি ৪৬-৪৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকা। তবে কাঁচামরিচের দাম ২৪০ টাকা থেকে কমে ১৮০-২০০ দরে বিক্রি হচ্ছে।
সবজি বাজার ঘুরে দেখা যায়, টমেটো গত সপ্তাহের মতোই ১৮০-২০০ টাকা, গাজর ১৫০-১৬০ টাকা, কাঁকরোল ৫৫-৬০ টাকা, চালকুমড়া (আকারভেদে) ৫০-৬০ টাকা, কাঁচকলা ২৫-৩০ টাকা হালি, দুধকুষি ৫০-৬০ টাকা, সজনে ১৮০-২০০ টাকা, চিকন বেগুন ৫৫-৬০ টাকা থেকে কমে হয়েছে ৩৫-৪০ টাকা, গোল বেগুন ১০০-১২০ টাকা, ঢ্যাঁড়স ৬০-৭০ টাকা, পটল ৬০-৭০ টাকা থেকে কমে ৪৫-৫০ টাকা, বরবটির দাম কমে ৭০-৮০ টাকা, পেঁপে আগের মতোই ২০-৩০ টাকা, শসা আগের মতো ৫০-৬০ টাকা, করলা ৭০-৮০ টাকা থেকে বেড়ে হয়েছে ৯০-১০০ টাকা , লাউ (আকারভেদে) ৪০-৬০ টাকা, কচুরলতি ৬০-৭০ টাকা, কচুর বই ২৫-৩০ টাকা, লেবুর হালি ১০ টাকা, ধনেপাতা ২৫০-৩০০ টাকা থেকে কমে ১৮০-২০০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ধাপ লালকুঠি বাজারের সবজি বিক্রেতা কবীর হোসেন বলেন, আপাতত এই এলাকায় তেমন একটা বৃষ্টি হচ্ছে না। এ কারণে কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। তবে দুই-একটা সবজির দাম কমলেও অধিকাংশ সবজি অপরিবর্তিত রয়েছে। সবজি কিনতে আসা খলিফাপাড়ার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, বাজারে কেবল আলুর দামটাই একটু কম। এছাড়া অধিকাংশ সবজি ৫০ টাকার ঊর্ধ্বে।
আরও পড়ুনমুরগির বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি গত সপ্তাহের মতোই ১৭০-১৮০ টাকা, পাকিস্তানি সোনালি মুরগির দাম সামান্য কমে ২৯০-৩২০ টাকা এবং দেশি মুরগি ৪৮০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে গরুর মাংস অপরিবর্তিত ৭২০-৭৫০ টাকা এবং ছাগলের মাংস ১০০০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চালের বাজার ঘুরে দেখা যায়, স্বর্ণা (মোটা) গত সপ্তাহের মতো ৫২-৫৪ টাকা, স্বর্ণা (চিকন) ৫৮-৬০ টাকা, বিআর (২৮) ৭০-৭৫ টাকা, বিআর (২৯) ৬০-৬৫ টাকা, জিরাশাইল ৭২-৭৫ টাকা, মিনিকেট ৮৫-৯০ এবং নাজিরশাইল ৯০-৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মন্তব্য করুন