ভিডিও সোমবার, ২৫ আগস্ট ২০২৫

প্রথমবার ই-গেমস বাছাইপর্ব আয়োজন করবে বাফুফে

প্রথমবার ই-গেমস বাছাইপর্ব আয়োজন করবে বাফুফে

স্পোর্টস ডেস্কঃ  বিশ্ব ফুটবলের রোমাঞ্চ এবার ধরা দেবে ভার্চুয়াল জগতে, আর সেই মঞ্চে বাংলাদেশের নাম লেখানোর বড় সুযোগ এসেছে সামনে! ফিফার ব্যবস্থাপনায় আগামী ডিসেম্বর মাসে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ই-ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর। ফিফা ই-বিশ্বকাপ ২০২৫।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘোষণা দিয়েছে, এই মহাযজ্ঞে অংশ নিতে দেশীয়ভাবে ই-বিশ্বকাপ বাছাইপর্বের আয়োজন করবে তারা। রোববার এক জমকালো সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানালেন আশাবাদের কথা, 'বাংলাদেশ অতি শিগগিরই ই-গেমসে অনেকদূর এগিয়ে যাবে। আমরা চাই, অন্তত একটি ইভেন্টে যেন রিয়াদে বাংলাদেশের পতাকা উড়াতে পারি। এটাই আমাদের প্রথম যাত্রা, কিন্তু স্বপ্ন অনেক বড়।' 

বিশ্বজুড়ে ই-ফুটবলের জনপ্রিয়তা যে হু-হু করে বাড়ছে, তা বলার অপেক্ষা রাখে না। বর্তমানে বিশ্ব ই-খেলোয়াড়দের প্রায় ৫৩ শতাংশই এশিয়া থেকে আসা, যা এই অঞ্চলের সম্ভাবনার দিকটি স্পষ্ট করে। বিশ্বকাপের মূলপর্বে থাকছে তিনটি আলোচিত গেমিং ইভেন্ট ই-ফুটবল কনসোল, ই-ফুটবল মোবাইল, রকেট লিগ

আরও পড়ুন

তরুণদের মধ্যে এই গেমগুলোর জনপ্রিয়তা আকাশছোঁয়া। ফলে দেশের নতুন প্রজন্মের জন্য এটা হতে পারে এক সুবর্ণ সুযোগ নিজেকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার।

বাফুফে আরও জানায়, বাছাইপর্বের জন্য বয়সসীমা আপাতত ১৬ বছর পর্যন্ত নির্ধারণ করা হলেও ভবিষ্যতে সব বয়সের মানুষের অংশগ্রহণের সুযোগ রাখার পরিকল্পনা রয়েছে। তাবিথ বলেন, 'স্থানীয় পর্যায়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্লাবগুলোর মাধ্যমে প্রতিযোগিতা আয়োজনের চিন্তা করছি। আগামী তিন মাসে বাফুফের কার্যক্রমে আরও অনেক নতুন চমক দেখতে পাবেন।' 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন : লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিতে সরব প্রার্থীরা

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের ‘নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন

বেড়েছে জনসংখ্যা, প্রভাব পড়ছে কৃষি জমির ওপর

ঠাকুরগাঁওয়ে সাত মাসে ২২০ জনের অস্বাভাবিক মৃত্যু

বগুড়ার শেরপুরে আবারো কৃষকের গরু চুরি

দরিদ্র শিক্ষার্থীদের সরকারি বরাদ্দের অর্থ প্রধান শিক্ষকের পকেটে