বেড়েছে জনসংখ্যা, প্রভাব পড়ছে কৃষি জমির ওপর

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় আশঙ্কাজনক হারে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি ৯ বছরে ৩ হাজার পরিবারের সংখ্যা বৃদ্ধি পয়েছে। এতে মারাত্মক প্রভাব পড়ছে কৃষি জমির ওপর। উপজেলা পরিসংখ্যান জরিপ অনুসারে এ তথ্য জানা যায়। উপজেলা পরিসংখ্যান অফিসে খোঁজ নিয়ে জানা যায়, ২০১৩ সালে অর্থনৈতিক শুমারির জরিপ অনুসারে এই উপজেলার ৮ ইউনিয়নে মোট পরিবারের সংখ্যা (খানা) ছিল ৫৬ হাজার ৩৪৫ টি পরিবার।
২০২২ সালে তা বৃদ্ধি পেয়ে বর্তমানে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৩৬১ টি পরিবারে। তাতে ৯ বছরে প্রায় ৩ হাজার পরিবার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই উপজেলার ২১৩.৯৮ বর্গ কিলোমিটার আয়তন অনুসারে মোট আবাদি জমির পরিমাণ ৩৯ হাজার ৬৩৮ একর, অনাবাদি জমির পরিমাণ ১৩ হাজার ২৩৭ একর, খাস জমির পরিমাণ ২ হাজার ২৪৩ একর। উপজেলার আয়োজন এবং জমির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সাথে বেড়ে চলেছে গ্রাম গঞ্জের পরিধি, বেড়েছে হাট বাজার রাস্তা ঘাটের পরিধি, স্কুল কলেজের পরিধি। বাড়িঘর নির্মাণ করতে একগ্রাম আরেক গ্রামের সাথে যুক্ত হয়ে গেছে।
অপর দিকে অপরিকল্পিত একাধিক আশ্রায়ণ প্রকল্প নির্মাণ করে উপজেলার ঐতিহ্যবাহী খালবিল নষ্ট করা হয়েছে বলে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। যে আশ্রয়ণ প্রকল্প গুলোর অধিকাংশ ঘর শুরু থেকেই ফাঁকা পড়ে আছে এবং পড়ে থেকে মরিচা ধরে নষ্ট হচ্ছে। সেই সাথে হারিয়ে গেছে খাল বিলের অস্তিত্ব। জনসংখ্যা বৃদ্ধির কারণে যেভাবে প্রভাব পড়ছে কৃষি জমির উপর তার তিনগুণ প্রভাব পড়ে কৃষি জমি নষ্ট হচ্ছে উপজেলায় অবৈধভাবে গড়ে উঠা অতিরিক্ত ইটভাটার কারণে। ইটভাটা গুলোতে কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় কৃষি জমির উর্বরমাটি (টপসয়েল)।
আরও পড়ুনঅন্যদিকে যেভাবে কৃষি জমি বিনষ্ট হচ্ছে তাতে আগামী ৩০ বছরের ব্যবধানে ফসল উৎপাদনে মারাত্মক বিপর্যয় দেখা দিতে পারে এমন আশঙ্কা করছে উপজেলার সচেতন মহল। প্রতি বছর কি পরিমাণ কৃষি জমি নষ্ট হচ্ছে বা অবৈধ পুকুর খনন করা হচ্ছে এই হিসাব কৃষি অফিসে নেই এবং ভূমি অফিসেও নেই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি জানান, এলাকায় মাইকিং করা হয়েছে কেউ অবৈধভাবে কৃষি জমির মাটি বিক্রি বা শ্রেণি পরিবর্তনের চেষ্টা করলে কৃষি জমি রক্ষায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন