সড়ক দুর্ঘটনায় ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্কঃ ভারতের জম্মু-কাশ্মীরের উদীয়মান ক্রিকেটার ফরিদ হুসেনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ২০ আগস্ট একটি সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফরিদকে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি। হাসপাতালে মৃত্যু হয়েছে তার।
ফরিদ স্কুটার নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ভেতরে থাকা ব্যক্তি হঠাৎ দরজা খুলে দেন। ফলে গাড়ির দরজার সঙ্গে ধাক্কা লাগে তার স্কুটারের। ওই ধাক্কায় ছিটকে পড়ে মারা যান হুসেন। হুসেনের মাথায় গুরুতর চোট লেগেছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয়ভাবে জনপ্রিয় এই ক্রিকেটার শুধু নিজেই একজন প্রতিভাবান খেলোয়াড় ছিলেন না, বরং তাঁর অঞ্চলের বহু তরুণ ক্রিকেটারের জন্য অনুপ্রেরণা হিসেবে পরিচিত ছিলেন। নিয়মিত স্থানীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করতেন এবং ক্রিকেটে পেশাদার ভবিষ্যতের স্বপ্ন দেখতেন। আগামীতে তার উজ্জল ক্যারিয়ার ছিল বলেও মনে করেন অনেকেই।
আরও পড়ুনফরিদের অকালমৃত্যু তার পরিবার, বন্ধু এবং ভক্তদের মধ্যে গভীর শোকের পরিবেশ। তার স্মৃতিকে সম্মান ও শ্রদ্ধা জানাতে স্থানীয় ক্রীড়া সংগঠনগুলো নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে। দুর্ঘটনাটি ধরা পড়েছে রাস্তার সিসিটিভি ক্যামেরায়। ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই সূত্র ধরে তদন্ত শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ।
মন্তব্য করুন