প্রধান কোচের দায়িত্ব পেলেন সৌরভ গাঙ্গুলী

জীবনের নতুন এক অধ্যায়ে পা রাখলেন সৌরভ গাঙ্গুলি। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি দল প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নিলেন ভারতের সাবেক অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির চতুর্থ আসরের জন্য নিয়োগ পেয়েছেন সৌরভ। আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে এবারের আসর।
দলটিতে সাবেক কোচ জোনাথন ট্রটের স্থলাভিষিক্ত হবেন সৌরভ। প্রিটোরিয়া ক্যাপিটালসের মালিকানা প্রতিষ্ঠান জেএসডব্লিউ-এর ক্রিকেট পরিচালক হিসেবে গত বছর থেকেই দায়িত্ব পালন করছেন তিনি।
এসএ টোয়েন্টিতে এখন পর্যন্ত প্রিটোরিয়া ক্যাপিটালসের সময় কেটেছে ভালো-খারাপ মিলিয়ে। প্রথম আসরে তারা গ্রপ পর্বে টেবিলের সেরা দল হওয়ার পর, ফাইনালে হেরে যায় সানরাইজার্স ইস্টার্ন কেপের বিপক্ষে। তবে পরের দুই আসরে তারা টেবিলের পঞ্চম দল হয়ে শেষ করে, উঠতে পারেনি প্লে-অফে।
ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রধান কোচের দায়িত্ব নেওয়া সৌরভের হাত ধরে ভাগ্য ফেরানোর আশায় আছে প্রিটোরিয়া ক্যাপিটালস। ভারতের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।
আরও পড়ুনওই দায়িত্ব শেষের বছরই আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে যোগ দেন তিনি, তবে কিছুদিন পরই ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিসিআইয়ের প্রধান হতে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি শেষ করেন।
দিল্লি ক্যাপিটালসেরও যৌথ মালিক জেএসডব্লিউ। ফলে, গত বছর এর ক্রিকেট পরিচালক হিসেবে কাজ শুরুর মধ্যে দিয়েই মূলত কোচিংয়ে যাত্রা শুরুর কাছাকাছি চলে আসেন সৌরভ।
নতুন পদে তার প্রথম কাজ হবে আগামী ৯ সেপ্টেম্বরের খেলোয়াড়দের নিলাম, যেখানে প্রয়োজনীয় সব খেলোয়াড় নিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়ার লক্ষ্য প্রিটোরিয়া ক্যাপিটালসের।
মন্তব্য করুন