ভিডিও বুধবার, ১৩ আগস্ট ২০২৫

রংপুরের কাউনিয়ায় বিষপানে যুবকের আত্মহত্যা

রংপুরের কাউনিয়ায় বিষপানে যুবকের আত্মহত্যা। প্রতীকী ছবি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় কীটনাশক পান করে মোখলেছুর রহমান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ বুধবার (১৩ আগস্ট) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। নিহত মোখলেছুর রহমান উপজেলার হারাগাছ ইউনিয়নের চরপল্লিমারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানায়, খবর পেয়ে নিহতের গ্রামের বাড়িতে পুলিশ পাঠানো হয়। পরিবারের সদস্যরা পুলিশকে জানায়, পারিবারিক কলহের জেরে মাস খানিক আগে মোখলেছুরের স্ত্রী বাবার বাড়ি চলে যায়। পরে স্ত্রীকে নিয়ে আসার চেষ্টা করে মেখলেছুরের স্বজনরা। কিন্তু স্ত্রী ফিরে না আসায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

এরই জেরে গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে কীটনাশক (বিষ) পান করার পর নাজিরদহ বানিয়াটারী এলাকায় এসে অসুস্থ হয়ে পরেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাকে রাতেই আবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার (১৩ আগস্ট) সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির মুরইল তালুকদারপাড়া রাস্তায় জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগ

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

জয়পুরহাটের পাঁচবিবিতে সিএনজি অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

আজ রাতে দুটি ভিন্ন চ্যানেলে সরাসরি অনুষ্ঠানে রুহাণী লাবণ্য