আজ রাতে দুটি ভিন্ন চ্যানেলে সরাসরি অনুষ্ঠানে রুহাণী লাবণ্য
_original_1755099030.jpg)
অভি মঈনুদ্দীন ঃ এর আগে টানা তিন বছর বিটিভির সরাসরি গানের অনুষ্ঠান ‘সুরসাগর’-এর উপস্থাপনা করেছেন বগুড়ার মেয়ে এই প্রজন্মের দর্শকপ্রিয় উপস্থাপিকা, নৃত্যশিল্পী, অভিনেত্রী ও স্থপতি রুহানী লাবণ্য। গত বছরের শেষপ্রান্ত থেকে এই বছরের কয়েকমাস পর্যন্ত ‘সুরসাগর’ প্রচার বন্ধ ছিলো। কিন্তু আবারো বিটিভিতে ‘সুরসাগর’ অনুষ্ঠানের প্রচার শুরু হয়েছে।
যথারীতি এই অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে দায়িত্ব পালন করছেন রুহাণী লাবণ্যই। এরইমধ্যে কয়েকটি পর্ব সরাসরি প্রচার হয়েছে। অংশগ্রহন করেছেন সোহেল মেহেদী, রাশেদ’সহ আরো কয়েকজন সঙ্গীতশিল্পী। আজ ১০টা থেকে ১১ টা পর্যন্ত রুহাণী লাবণ্য’র উপস্থাপনায় ‘সুরসাগর’র আজকের আয়োজনে গাইবেন ক্লোজআপ তারকা ও সঙ্গীতশিল্পী নোবেল।
এছাড়াও বিটিভির এই আয়োজনে সরাসরি অংশগ্রহনের আগে রুহাণী লাবণ্য মাই টিভির সরাসরি গানের অনুষ্ঠান ‘আমার গান’-এরও উপস্থাপনা করবেন তিনি। এই অনুষ্ঠানটি সরাসরি প্রচার হবে আজ রাত ৮.১৫ মিনিট থেকে রাত ৯.১৫ মিনিট পর্যন্ত।
একই রাতে খুউব কাছাকাছি সময়ে দুটি ভিন্ন চ্যানেলে মাত্র ৪৫ মিনিটের ব্যবধানে দুটি সরাসরি অনুষ্ঠানে গানের অনুষ্ঠানেরই উপস্থাপনা প্রসঙ্গে রুহাণী লাবণ্য বলেন,‘ বিটিভির সুরসাগর অনুষ্ঠানটি এর আগে টানা তিন বছর উপস্থাপনা করেছি। মাঝে কয়েকমাস বন্ধ থেকে আবারো শুরু হয়েছে সরাসরি এই গানের আয়োজনটি। আমার ভীষণ ভালোলাগছে। কারণ বিটিভিতে যেকোনো অনুষ্ঠানে অংশগ্রহন করতে আমার ভালোলাগে। বিটিভির নাচের অনুষ্ঠানেও আমি এর আগে বহুবার অংশগ্রহন করেছি। তবে সুরসাগর-অনুষ্ঠানের আগে মাই টিভির আমার গান অনুষ্ঠানের উপস্থাপনা করতে হয় আমাকে। দুটি অনুষ্ঠানের মধ্য ব্যবধান মাত্র ৪৫ মিনিট। মাই টিভি থেকে বিটিভি একদম কাছাকাছি বিধায় দুটি অনুষ্ঠান বেশ স্বাচ্ছন্দ্যতার সঙ্গে উপস্থাপনা করতে পারি। তা না হলে সময়ের ব্যবধান যদি আরো কম হতো তাহলে একটু চ্যালেঞ্জিংই হয়ে যেতো আমার জন্য। ধন্যবাদ বিটিভি কর্তৃপক্ষ এবং মাই টিভি কর্তৃপক্ষকে।’
আরও পড়ুনএদিকে ‘মেরিল ক্যাফে’ অনুষ্ঠান’সহ এসএটিভির ‘সাইন অন’, আরটিভির কুকিং শো ‘এক্সপার্ট শেফস স্টুডিও’সহ আরো বেশ কিছু অনুষ্ঠানের উপস্থাপনা করেন রুহাণী লাবণ্য। এছাড়াও আগামী ২৪ আগস্ট বিটিভির একটি নাচের অনুষ্ঠানের রেকর্ডিং-এ অংশগ্রহন করবেন তিনি। কবিরুল ইসলাম রতনের কোরিওগ্রাফিতে সোহেল রহমানের সঙ্গেই নৃত্য পরিবেশন করবেন রুহাণী লাবণ্য।
এদিকে রুহাণী লাবণ্যকে সর্বশেষ মুরাদ পারভেজ’র ‘স্মৃতির আল্পনা আঁকি’ নাটকে দেখা গিয়েছে। এরপর তাকে আর অভিনয়ে দেখা যায়নি বিগত বেশ কয়েক বছরে।
মন্তব্য করুন