বগুড়ার শিবগঞ্জে আবারও দুই জনের আত্মহত্যা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে আবারও দুইজন আত্মহত্যার করেছে। শিবগঞ্জ থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কিচক ইউনিয়নের মাটিয়ান দক্ষিণপাড়া গ্রামের সাবের আলীর ছেলে আবু মন্ডল (৫০) বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে একইদিন দিবাগত রাত ১০টার দিকে উপজেলার শিবগঞ্জ ইউনিয়নে জুড়ি খোলাছিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে উজির হোসেন (২৮) কীটনাশক পান করলে হাসপাতাল নেওয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। আত্মহত্যা দুটি কারণ জানা যায়নি।
আরও পড়ুনএ নিয়ে গত আটদিনে আত্মহত্যা ও রহস্যজনক মৃত্যুর পাঁচ নারী ও চার পুরুষসহ মোট ৯টি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, পৃথক আত্মহত্যার ঘটনায় দুটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন