ভিডিও রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বগুড়ার নন্দীগ্রামে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সাড়ে ৩শ’ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টায় উপজেলা মডেল রিসোর্স সেন্টারে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৪ আসনে সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

উপজেলা ছাত্রশিবির সভাপতি মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে ও সেক্রেটারি গোলাম রাব্বী’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, উপজেলা জামায়াতের সাবেক আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, সাবেক নায়েবে আমীর  ও  ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক, পৌর জামায়াতের সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম ও উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য রুহুল আমিন যুক্তিবাদী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা ছাত্রশিবির সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির, সেক্রেটারি হাফেজ আল ইমরান, জেলা সাহিত্য সম্পাদক কামরুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক আবু হুজায়ফা, ছাত্র আন্দোলন সম্পাদক আব্দুল মুমিন, বগুড়া শহর ছাত্রশিবির সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, নন্দীগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল কাদের ও পৌর ছাত্রশিবির সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ। এসময় জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

পরে প্রধান অতিথি ড. মোস্তফা ফয়সাল পারভেজ ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু

ভিনিসিয়ুসের জোড়া গোলে জিতল রিয়াল

ক্যারিয়ার গড়ুন ইসলামী ব্যাংকে

বগুড়া সহ ৭ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের সতর্কতা

তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন

গাজীপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩