ভিডিও বুধবার, ১৩ আগস্ট ২০২৫

বগুড়ার আদমদীঘির মুরইল তালুকদারপাড়া রাস্তায় জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগ

বগুড়ার আদমদীঘির মুরইল তালুকদারপাড়া রাস্তায় জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগ। ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির মুরইল তালুকদারপাড়া রাস্তায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি নিষ্কাশনে ড্রেনের ব্যবস্থা না থাকা ও রাস্তার উত্তর পাশে মাটি ভরাট করে রাখায় এই জলাবদ্ধতা আরো প্রকট হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

জানা য়ায়, উপজেলার মুরইল বাসস্ট্যান্ড-নসরতপুর ইউনিয়ন অভিমুখী সড়ক থেকে মুরইল তালুকদারপাড়া যাওয়ার ইট বিছানো রাস্তা রয়েছে। এই রাস্তার দুই ধারে অনেকেই বসবাস করেন। ওই পাড়ায় বসবাসকারীদের বাসাবাড়ির পানি নিস্কাশনের তেমন কোন ড্রেনেজ ব্যবস্থা নেই। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়তে হয় তাদের।

সম্প্রতি মুরইল তালুকদারপাড়া রাস্তায় প্রবেশের মুখে আব্দুর রহিম এবং রাজনের বাড়ির উত্তরে জনৈক এক ব্যক্তি মাটি কেটে ভরাট করে স্তুপ করে রাখেন। গত কয়েক দিনের লাগাতার বৃষ্টিপাতে এবং পানি নিস্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় তালুকদারপাড়া যাতায়াতের রাস্তাসহ আশপাশে বাসা বাড়ির আঙ্গিনা ও উঠানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

পানি নিস্কাশন না হওয়ায় উল্লেখিত পাড়ায় বসবাসকারীদের যাতায়াতে মারাত্মক দুর্ভোগ পোাহাতে হচ্ছে। জলাবদ্ধতা নিরসন করা না হলে অনেকের বাড়ি ঘরের ক্ষতিসাধন হবে বলে ভুক্তিভোগীরা জানিয়েছেন।   জলাবদ্ধতা নিরসনে স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন করেছেন।

উপজেলা নির্বাহী বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বগুড়ার শেরপুরে নিষিদ্ধ কীটনাশক রাখায় ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের চৌহালী প্রাথমিক শিক্ষা অফিসে জনবল সংকট

বগুড়ার শিবগঞ্জে আবারও দুই জনের আত্মহত্যা

পাবনার ফরিদপুরে চায়না জাল তৈরি ও বিপনন করায় ৫ জনের জেল-জরিমানা 

বগুড়া কাহালু’র ২০টি গ্রামের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন ইউএনও