ভিডিও বুধবার, ১৩ আগস্ট ২০২৫

ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি

ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি

ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে টঙ্গীতে নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) রাতে টঙ্গীর গোপালপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে প্রেমের অভিনয়কারী সাবিনা (৪৫) পলাতক রয়েছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— আশামনি, শেখ ফরিদ, জহিরুল ইসলাম, জাবেদ হোসেন সবুজ, লাভলু মিয়া, মো. বশির। 

ভুক্তভোগী সুজন বেপারী জানান, আমি ঢাকার নবাবগঞ্জে ব্যবসা করি। এক মাস আগে ফেসবুকে পরিচয় হয় সাবিনা নামে এক নারীর সঙ্গে। পরিচয়ের পর থেকে সে প্রায়ই আমাকে টঙ্গীতে দেখা করার প্রস্তাব দেয়। 

একপর্যায়ে গত মঙ্গলবার রাত ১০টার দিকে আমি টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকায় পৌঁছলে অভিযুক্তরা কৌশলে আমাকে অপহরণ করে গোপালপুরের নর্দান গার্মেন্টের গলির দুলাল মিয়ার ভাড়া বাসায় নিয়ে যায়। 

আরও পড়ুন

সেখানে তারা আমাকে আটক করে মানিব্যাগ থেকে ৩ হাজার টাকা নেওয়ার পর মারধর শুরু করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। 

এক পর্যায়ে স্থানীয়রা ৯৯৯ কল দেন। পুলিশ সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ফেসবুকে বন্ধুত্বের আড়ালে সংঘবদ্ধ চক্রটি এ ধরনের প্রতারণা ও অপহরণের সঙ্গে জড়িত। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি মামলা শেষে বুধবার আদালতে পাঠানো হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বগুড়ার শেরপুরে নিষিদ্ধ কীটনাশক রাখায় ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের চৌহালী প্রাথমিক শিক্ষা অফিসে জনবল সংকট

বগুড়ার শিবগঞ্জে আবারও দুই জনের আত্মহত্যা

পাবনার ফরিদপুরে চায়না জাল তৈরি ও বিপনন করায় ৫ জনের জেল-জরিমানা 

বগুড়া কাহালু’র ২০টি গ্রামের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন ইউএনও