রংপুরের গঙ্গাচড়ায় দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উদযাপন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় ‘দৈনিক করতোয়া’ পত্রিকার ৪৯ তম বর্ষপূতি এবং ৫০ বছরে পদার্পণ উপলক্ষ্যে উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আনন্দঘন পরিবেশে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গঙ্গাচড়া উপজেলা নিউজ-২৪ অফিসে গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের গঙ্গাচড়া প্রতিনিধি সাজু আহমেদ লাল অনুষ্ঠানের সভাপতিত্বে ও দৈনিক করতোয়ার গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি রুহুল ইসলাম রয়েল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন গঙ্গাচড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি আব্দুল বারী স্বপন, নিউজ ২৪ এর উপজেলা প্রতিনিধি সুজন আহম্মেদ, রাজধানী টেলিভিশনের রফিকুল ইসলাম সাবুল, খোলা কাগজের নির্মল রায়, ভোরের দর্পনের আব্দুল বারী বাবু, চ্যানেল এস এর শফিকুজ্জামান সোহেল, মুক্ত খবরের মাসুদুর রহমান শিমু, আজকের পত্রিকার আব্দুর রহিম পায়েল, জনকণ্ঠের শাহাজালাল শ্রাবণ, কালের কন্ঠের ফটো সাংবাদিক সাদেকুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের সভাপতি রায়হান কবির প্রমুখ।
অনুষ্ঠানে আলোচকবৃন্দ গৌরব ও ঐতিহ্যে ৫০ বছরে পদার্পণ করায় পত্রিকার নিবেদিত প্রাণ সম্পাদক মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। এছাড়া দীর্ঘ সময় পথ পাড়ি দিয়ে পত্রিকাটি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে এখন করতোয়া পাঠক প্রিয় হয়ে উঠেছে।
আরও পড়ুনমন্তব্য করুন