ভিডিও বুধবার, ১৩ আগস্ট ২০২৫

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। প্রতীকী ছবি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ চাটমোহর (আওতাধীন) অসনীয় লোডশেডিংয়ের কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনে রাতে ঘণ্টার পর ঘন্টা লোডশেডিংয়ের কবলে পড়ছেন বাসিন্দারা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। মিল কারখানা বন্ধ থাকছে। পোল্ট্রি শিল্পেও পড়ছে এর বিরূপ প্রভাব।

জানা যায়, পবিস-১ এর সদর দপ্তর চাটমোহর এর অধীনে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, আটঘরিয়া, ঈশ্বরদী (আংশিক), পাবনা সদর (আংশিক), তাড়াশ (আংশিক), উল্লাপাড়া (আংশিক) এ আট উপজেলার ১১৫২ বর্গ কিলোমিটার এলাকার ৪০টি ইউনিয়নের ৯১৫টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বৃহত্তম এ এলাকায় যে পরিমাণ বিদ্যুতের চাহিদা রয়েছে সে মোতাবেক বিদ্যুৎ না পাওয়ায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে কর্তৃপক্ষকে।

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, তারা চাহিদা মোতাবেক বিদ্যুৎ পাচ্ছেন না। পাশাপাশি বিদ্যুৎ বিলও আগের তুলনায় বেশি আসছে। কেউ কেউ ভূতুড়ে বিল আসার অভিযোগ করলেও সমিতি সংশ্লিষ্টরা বলছেন, কোনো ভূতুড়ে বিল করা হচ্ছে না। হান্ডিয়াল ইউনিয়নের বড়বেলাই গ্রামের আব্দুল খালেক জানান, দিনে রাতে বার বার বিদ্যুৎ আসে আর যায়। বেশ কিছু দিন যাবৎ এ অবস্থা চলে আসছে।

আরও পড়ুন

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার শফিউল আলম বলেন, আমরা ইচ্ছে করে লোডশেডিং করি না। পাবনা গ্রিড নূরপুর, ভাঙ্গুড়া গ্রিড ও ঈশ্বরদী গ্রিড থেকে আমরা যে বিদ্যু পাই তা বিভিন্ন এলাকায় ভাগ করে দিই। এখন আমাদের ৭০ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা পাচ্ছি ৫২ মেগাওয়াট। পিক আওয়ারে যখন চাহিদা ছিল ৯৩ মেগাওয়াট, তখন পেয়েছি ৬৯ মেগাওয়াট। আমরা বিব্রতকর অবস্থায় পড়েছি। গ্রাহক ফোন দিয়ে গালাগাল করে। আমরা যতটুকু বিদ্যুৎ পাচ্ছি ততটুকু বিতরণ করছি।

ভূূতুড়ে বিলের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ভূতুড়ে বিল করা হয় না। সমিতির অভ্যন্তরীণ আন্দোলনের কারণে কার্যক্রম কিছুটা বিঘ্নিত হয়েছে। কোনো রিডার মিটারের প্রকৃত বিল না দিয়ে ভুল তথ্য দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বগুড়ার শেরপুরে নিষিদ্ধ কীটনাশক রাখায় ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের চৌহালী প্রাথমিক শিক্ষা অফিসে জনবল সংকট

বগুড়ার শিবগঞ্জে আবারও দুই জনের আত্মহত্যা

পাবনার ফরিদপুরে চায়না জাল তৈরি ও বিপনন করায় ৫ জনের জেল-জরিমানা 

বগুড়া কাহালু’র ২০টি গ্রামের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন ইউএনও