ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

বার্সা কোচ নিষিদ্ধ, শাস্তি ইয়ামাল-লেভান্ডভস্কিরও

বার্সা কোচ নিষিদ্ধ, শাস্তি ইয়ামাল-লেভান্ডভস্কিরও, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : উয়েফার শাস্তি পেতে হলো বার্সেলোনাকে। তবে পুরো দল নয়, কোচ হানসি ফ্লিক, লামিন ইয়ামাল আর রবার্ট লেভান্ডভস্কির ওপর এই শাস্তি। কোচ ফ্লিকের অবশ্য একটু বেশিই শাস্তি হচ্ছে, নিষিদ্ধই হতে হচ্ছে তাকে। খবরটি জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টার মিলানের বিপক্ষে মে মাসে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের পর আচরণবিধি ভঙ্গের কারণে বার্সেলোনার দুই খেলোয়াড় লামিন ইয়ামাল ও রবার্ট লেভান্ডভস্কিকে জরিমানা করা হয়েছে। বার্সা কোচ হানসি ফ্লিককে দেওয়া হয়েছে এক ম্যাচের নিষেধাজ্ঞা। উয়েফার কন্ট্রোল, এথিক্স অ্যান্ড ডিসিপ্লিনারি বডি (সিইডিবি) জানিয়েছে, লেভান্ডভস্কি ও ইয়ামালকে ৫ হাজার ইউরো করে জরিমানা করা হয়েছে। কারণ, তারা ‘ডোপিং কন্ট্রোল অফিসারের নির্দেশ মানেননি’ এবং ম্যাচের পর ‘তাৎক্ষণিকভাবে ডোপিং কন্ট্রোল স্টেশনে রিপোর্ট করেননি’, যা উয়েফার অ্যান্টি-ডোপিং নিয়মে বাধ্যতামূলক।

ফ্লিককে শাস্তি দেওয়া হয়েছে ‘সাধারণ আচরণবিধি লঙ্ঘন’ ও ‘শালীন আচরণের মৌলিক নিয়ম ভঙ্গের’ জন্য। তাকে এক ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। তার সহকারী কোচ মার্কাস সোরগকেও একই শাস্তি দেওয়া হয়েছে। বার্সেলোনা ক্লাবকেও জরিমানা করেছে উয়েফা। অতিথি সমর্থক গ্যালারি থেকে বস্তু নিক্ষেপের জন্য ৫ হাজার ২৫০ ইউরো এবং আতশবাজি জ্বালানোর জন্য আরও ২ হাজার ৫০০ ইউরো জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন

ইন্টার মিলানের বিপক্ষে ওই ম্যাচে বার্সেলোনা অতিরিক্ত সময়ে ৪-৩ গোলে হেরে বিদায় নিয়েছিল চ্যাম্পিয়নস লিগ থেকে। সেই ম্যাচ এখনও পোড়ায় দলটাকে, ম্যাচটা জিতলেই যে ১০ বছর পর চলে যাওয়া যেত চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। এখন সেই ম্যাচের কারণে আবারও ভুগতে হচ্ছে দলটাকে। শাস্তি পেয়েছে দলটা।

সব শাস্তি তাৎক্ষণিক কার্যকর হবে। ইয়ামাল আর লেভাকে জরিমানা দিতে হবে। নিষেধাজ্ঞার কারণে ফ্লিক ও সোরগ বার্সেলোনার পরবর্তী ইউরোপীয় ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির শিয়ালশন-জিনইর কোমরপুর সড়কের বেহাল দশা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

বগুড়ার ধুনট-গোসাইবাড়ি ভাঙাচোরা সড়ক যেন মরণফাঁদ, চরম জনদূর্ভোগ

বগুড়ার নন্দীগ্রামে মাছ ধরার ধুম, চাহিদা ও বিক্রি বেড়েছে ডারকি, খোলশানির

সিরাজগঞ্জের কাজিপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা বিএনপি

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৭ জন আহত গ্রেফতার ২