ভিডিও শনিবার, ০৯ আগস্ট ২০২৫

প্রথম বলেই ছক্কা মেরে বিশ্বরেকর্ড গড়লেন নারী ক্রিকেটার

আয়ারল্যান্ড নারী দলের ক্রিকেটার জেন ম্যাগুয়ের।

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটে শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জয়ের উদাহরণ রয়েছে ভূরি ভূরি। তবে কোনোটিতেই ব্যাটার ইনিংসের প্রথম বল খেলেননি। এবার এমনই এক বিরল কীর্তি করে দেখালেন আয়ারল্যান্ড নারী দলের ক্রিকেটার জেন ম্যাগুয়ের। বিশ্বের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে নিজের ইনিংসের প্রথম বলে ছক্কা মেরে আন্তর্জাতিক ম্যাচ জেতালেন।

গতকাল (৮ আগস্ট) রাতে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। ডাবলিনে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে সফরকারী পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে ম্যাগুয়েরের ছক্কায় জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক আয়ারল্যান্ড।

ইনিংসের শেষ ওভারে আয়ারল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান, হাতে ছিল ৫ উইকেট। তখন ক্রিজে ছিলেন রেবেকা স্টকেল ও আভা ক্যানিং। প্রথম চার বলে ৫ রান তুলে নেন এই দুই ব্যাটার। তবে ওভারের পঞ্চম বলে আউট হয়ে যান ক্যানিং। এরপর ইনিংসের শেষ বল মোকাবিলার জন্য ক্রিজে আসেন জেন ম্যাগুয়ের। শেষ বলে জিততে স্বাগতিকদের দরকার ছিল ৪ রান।

 

শেষ বল খেলতে নামা ম্যাগুয়ের বিপক্ষে বোলিংয়ে ছিলেন আইসিসি নারী টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা সাদিয়া ইকবাল। তবে শেষ বলে একটি ফুলটস বল করেন সাদিয়া, আর ক্রিজ থেকে বেরিয়ে এসে সেই বল উড়িয়ে সীমানাছাড়া করেন ম্যাগুয়ের।

আরও পড়ুন

এই ম্যাচে ১৬ বলে ৩৪ রানের মারকুটে ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন রেবেকা। টপ অর্ডার ব্যাটার অর্লা পেন্ডারগেস্টের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৫১ রান। ৩৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। এছাড়া লরা ডিলানি ৩৪ বলে ৪২ এবং অধিনায়ক গ্যাবি লুইস ২২ বলে ২১ রান করেন।

পাকিস্তানের পক্ষে রামিন শামীম ৪ ওভারে ৩৬ রান খরচায় ৩টি উইকেট তুলে নেন। এছাড়া সাদিয়া ইকবাল ও ফাতিমা সানা একটি করে উইকেট নেন।

এর আগে পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৩৩ রান আসে শাওয়াল জুলফিকারের ব্যাট থেকে। এছাড়া নাটালিয়া পারভেইজ ৩১, মুনিবা আলি ২৭, আইমান ফাতিমা ২৩ ও ফাতিমা সানা ২৩ রানের ইনিংস খেলেন। আইরিশদের হয়ে দুটি করে উইকেট শিকার করেন লরা ম্যাকব্রাইড ও কারা মুরে।

এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে আয়ারল্যান্ড। আগামীকাল রোববার (১০ আগস্ট) সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

মাদারীপুরে এনসিপির ৪ নেতার পদত্যাগ

মেহজাবীনের নাম নিয়ে বিভ্রাট, জানলে চমকে উঠবেন

‘মিথিলার ফিরে আসা’য় নাম ভূমিকায় মিহি, সঙ্গে শিশির-সাব্বির

সাংবাদিক তুহিন হত্যা বিচার দাবিতে বগুড়া প্রেস ক্লাবের মানববন্ধন

গানে গানেই এগিয়ে যেতে চান শাপলা পাল